Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

অবশেষে মিলল অনুব্রতর জামিন, তবে এখনই জেল-মুক্তি নয়


আবুল খায়ের   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৪ পিএম

অবশেষে মিলল অনুব্রতর জামিন, তবে এখনই জেল-মুক্তি নয়

 

 

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মন্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ বীরভূমের এই তৃণমূল নেতার জামিন মঞ্জুর করেছেন।

বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন তিনি। ২০২২ সালের আগষ্ট মাসে অনুব্রতর বাড়ি থেকে সিবিআই তাকে গ্রেফতার করে। তারপর রাখা হয়েছিল আসানসোল সংশোধনাগারে। পরে তিহার জেলে তাকে নিয়ে যাওয়া হয়। ওই একই মামলায় ২০২২ সালের নভেম্বর মাসে তাকে গ্রেফতার করে এনফোর্স ডিরেক্টরেট(ইডি)। এর মধ্যে সিবিআআইয়ের মামলায় জামিন পেলেও এখনই জেল-মুক্তি হচ্ছে না অনুব্রতর। ইডি-র মামলায় অনুব্রতর জামিনের আবেদন ঝুলে আছে দিল্লি হাইকোর্টে।

এ দিন শীর্ষ আদালতে অনুব্রতর হয়ে সওয়াল করেন আইনজীবী মুকুল রহতোগি। তিনি বলেন এই মামলায় চারটি চার্জশিট জমা দেওয়া হয়েছে। অনুব্রত ছাড়া আর কেউ জেলে নেই। যদিও এই তৃণমূল নেতার জামিনের বিরোধিতা করেন সলিসিটর জেনারেল সিভি রাজু। সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, অনুব্রত অত্যন্ত প্রভাবশালী। প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন। বাংলাদেশে গরু পাচারের মূল চক্রী ছিলেন অনুব্রত। সিবিআইয়ের এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ নেই বলে করেন অনুব্রতর আইনজীবী। দু'পক্ষের সওয়াল জবাব শেষে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। ডিভিশন বেঞ্চ এ দিনের নির্দেশে জানিয়েছে, তদন্তে সহযোগিতা করতে হবে অনুব্রতকে। জামা রাখতে হবে পাসপোর্ট।