Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, নিহত ২ আহত বহু, বাতিল বেশ কয়েকটি ট্রেন


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৬ এএম

ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, নিহত ২ আহত বহু, বাতিল বেশ কয়েকটি ট্রেন

 

পুবের কলম , ওয়েবডেস্ক: ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বই-হাওড়া মেলের  প্রায় ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর।  কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হওয়ার খবর মিলেছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। আহত যাত্রীদের আরও চিকিৎসার জন্য চক্রধরপুর নিয়ে যাওয়ার আগে বারাবাম্বুতে চিকিৎসা করা হয়।

দক্ষিণ পূর্ব রেলওয়ের (এসইআর) চক্রধরপুর ডিভিশনের রাজখরসওয়ান ওয়েস্ট আউটার এবং বারাবাম্বুর মধ্যে বারাবাম্বুর কাছে ভোর পৌনে চারটেয় দুর্ঘটনাটি ঘটে। ২২-বগির ১২৮১০ মুম্বই-হাওড়া মেল নাগপুর হয়ে বারাবাম্বুর কাছে লাইনচ্যুত হয়। এর মধ্যে ১৬টি যাত্রীবাহী কোচ, একটি পাওয়ার কার এবং একটি প্যান্ট্রি কার ছিল, দক্ষিণ-পূর্ব রেলের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন। আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে

মঙ্গলবার সকালে কাছাকাছি একটি মালগাড়ির লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে, তবে দক্ষিণ-পূর্ব রেলের মুখপাত্র ওম প্রকাশ চরণ বলেছেন যে, দুটি দুর্ঘটনা একই সঙ্গে ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ঝাড়খণ্ডে মুম্বই-হাওড়া মেল লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় ৫টি ট্রেন বাতিল করা হয়েছে এবং আরও চারটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্তকরা হয়েছে, দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে।

মঙ্গলবার বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে হাওড়া-তিতলাগড়-কান্তবাজি এক্সপ্রেস, খড়গপুর-ধানবাদ এক্সপ্রেস, হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, টাটানগর-ইটওয়ারি এক্সপ্রেস এবং শালিমার-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস।