Fri, July 5, 2024

ই-পেপার দেখুন
logo

ইন্ডি জোট ক্ষমতায় না এলেও আমরা আপনাদের পাশি আছি, আন্দোলনরত কৃষকদের বার্তা মমতার


Puber Kalom   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৪, ০৯:০০ এএম

ইন্ডি জোট ক্ষমতায় না এলেও আমরা আপনাদের পাশি আছি, আন্দোলনরত কৃষকদের বার্তা মমতার

পুবের কলম,ওয়েবডেস্ক: আমরা আপনাদের পাশে আছি। এবার হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে আন্দোলনরত কৃষকদের সঙ্গে হরিয়ানার খানাউরি সীমান্তে দেখা করতে গিয়েছিল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন, রাজ্যসভার উপ দলনেতা সাগরিকা ঘোষ, দোলা সেন, মহম্মদ নাদিমুল হক ও সাকেত গোখলে। এদিন ফোনালাপে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওরা সরকার গড়তে পারে। তবে সেটা শক্তিশালী নয়। নড়বড়ে। আমরা আপানাদের পাশে থেকে নরেন্দ্র মোদি  সরকারের বিরুদ্ধে সব রকম লড়াই করতে সাহায্য করব। এদিন কৃষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন মমতা। জানান, বিজেপি আপনাদের উপর এত অত্যাচার করার পরও আপনারা নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনাদের অনেকে শহিদ হয়েছেন। আমাদের ৪২ জন সাংসদ নিয়ে আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। আপনাদের যা চাহিদা রয়েছে তা আমাদের বলুন। যদিও আমাদের সরকার আসেনি,কিন্তু তাও আমি চেষ্টা আপনাদের চাহিদা পূরণের।”