Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

জাল সার্টিফিকেট! নিয়োগে স্থগিতাদেশ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০২ পিএম

জাল সার্টিফিকেট! নিয়োগে স্থগিতাদেশ

পুবের কলম প্রতিবেদক: এরাজ্য থেকে সিআরপিএফ কনস্টেবল ও কেন্দ্রীয় সরকারের আর্মড ফোর্সেনিয়োগে অন্তর্র্বতী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে।

অর্থাৎ ভিনরাজ্যের যুবক-যুবতীরা জাল সার্টিফিকেট দিয়ে বাংলা থেকে চাকরি পেয়েছেন। ফলে এ রাজ্যের ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছেন। এই অভিযোগের জেরে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের নির্দেশে ২০২১ এবং ২০২২ সালের প্রায় সাড়ে ৯ হাজার পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেল।

২০২১ সালে ও ২০২২ সালে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিআরপিএফ কনস্টেবল ও আর্মড ফোর্স নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। শুধুমাত্র এ রাজ্যের ক্ষেত্রে একুশ সালের ৩ হাজার ও ২০২২ সালে ৬ হাজার ৩৮০ শূন্যপদে নিয়োগ শুরু হয়।

এ পর্যন্ত একুশ সালে ১ হাজার ৫০০ ও ২০২২ সালের ৩ হাজার ৬২৭ পদে নিয়োগ হয়েছে। বাকি পদ শূন্য রয়েছে। এরই মধ্যে এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ হন সুপ্রতীপ পাল ও রাহুল মাঝি।তাঁদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের বক্তব্য, সিআরপিএফে বহু ভুয়ো প্রার্থী নিয়োগ হয়েছে। ভিনরাজ্যের অনেক প্রার্থী এখান থেকে চাকরি পেয়েছেন। তাঁদের নিয়োগ বাতিল করা হলে যোগ্য প্রার্থীরা চাকরি পেতে পারেন। এ প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য, ইতিমধ্যে সেনাবাহিনী ভুয়ো নিয়োগ নিয়ে দায়ের হওয়া এক মামলায় সিবিআই তদন্ত করছে। সিবিআইকে বক্তব্য জানাতে সময় দিক আদালত।