Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

২০২৫-এ হজের আবেদন সম্ভাব্য শুরু ১ আগস্ট


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২৬ পিএম

২০২৫-এ হজের আবেদন সম্ভাব্য শুরু ১ আগস্ট

 

আবদুল ওদুদ:  ২০২৫ সালের জন্য হজ পলিসি এবং হজের আবেদনপত্র ঘোষণা হবে সম্ভাব্য ১ লা আগস্ট।  নবান্ন থেকে এমনটাই জানানো হয়েছে। ২০২৪ সালের হজের যাবতীয় কার্য্যক্রম গত ১৯ জুলাই শেষ হয়েছে। এর পরই শুরু হয়েছে গিয়ে ২০২৫-এর প্রস্তুতি। কেন্দ্রীয় হজ কমিটি এবং সউদি হজ মন্ত্রক ২০২৫-এর জন্য হজ কর্মসূচী ঘোষণা করতে চলেছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১ আগস্টই সম্ভবত হজের আবেদনপত্র জমা দেওয়ার ঘোষণা দেবে। এ বছর বাংলা থেকে সাড়ে পাঁচ হাজারের কিছু কেশি হাজি বাংলা থেকে হজ সম্পন্ন করতে গিয়ে ছিলেন। বাংলা ছাড়াও  অসম, ত্রিপুরা, মণিপুর, ঝাড়খণ্ড, বিহার থেকে হাজীরা কলকাতা হয়ে হজ সম্পন্ন করতে গিয়ে ছিলেন । সব মিলিয়ে সাড়ে নয় হাজারের কিছু বেশি হাজি হজ সম্পন্ন করে বাংলায় ফিরে আসেন। 

২০২৫ সালের হজ পলিসি প্রসঙ্গে রাজ্য হজ কমিটি কার্যনির্বাহি আধিকারিক মুহাম্মদ নকি বলেন, আগামী বর্ষে রাজ্য থেকে যাতে হজযাত্রীর সংখ্যা বাড়ে তার জন্য নানা উদ্যোগ নিচ্ছে রাজ্য হজ কমিটি। জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়। সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্প করা হবে।

জনাব নকি আরও জানান, যাঁরা ২০২৫ সালের হজ সম্পন্ন করার জন্য পাসপোর্টের আবেদন করবেন তাঁদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তিনটি পিএসকে অথবা পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে করাবেন। রাজ্যের তিনটি পিএসকে রয়েছে কলকাতা, বহরমপুর এবং শিলিগুড়িতে। এই সমস্ত পিএসকে গুলিতে ডকুমেন্টস ভেরিফিকেশন করলে নির্দিষ্ট সময়ে পাসপোর্ট মিলার সম্ভবনা রয়েছে। পোস্ট অফিসগুলোর ক্ষেত্রে বিভিন্ন সময়ে জটিলতা তৈরি হয়। তাই আবেদনকারীদের এ ব্যাপারে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।