Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কলা ভবনের নন্দন গ‍্যালারিতে কেজি সুব্রমণিয়মের চিত্র প্রদর্শনী


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫১ পিএম

কলা ভবনের নন্দন গ‍্যালারিতে কেজি সুব্রমণিয়মের চিত্র প্রদর্শনী

 

দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন : কলা ভবনের নন্দন গ‍্যালারিতে বেলা এগারোটা নাগাদ চিত্র প্রদর্শনীর বেলা এগারোটা নাগাদ উদ্বোধন করবেন ড. অশোক কুমার দাস। পয়লা অগাস্ট থেকে তিরিশে অগাস্ট পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রদর্শনী খোলা থাকবে সকাল সাড়ে দশটা থেকে দেড়টা এবং তিনটা থেকে ছয়টা পর্যন্ত।

কেজি সুব্রমনিয়মের জীবনের শেষ দশ বছরের পেন্টিংসের প্রদর্শনী হবে।  এই প্রদর্শনীর আহ্বায়ক শিশির সাহানা বলেন, মানিদার খুবই কাছের লোক ছিলেন কে জি সুব্রমনিয়ম। তিনি একজন স্কলার।

মিনিয়েচার আর্টের উপর তার বহু বই আছে। যবে থেকে আমরা ছাত্র ছিলাম। আমরা মানিদা বলেই ডাকতাম। ডিসপ্লে রেডি হয়ে গেছে। শিবদা কলাভবনের অধ‍্যাপক ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত। তিনি প্রদর্শনীর কিউরেটর। তিনিও মানিদার কাছের মানুষ ছিলেন। মানিদার উপর প্রচুর বই লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাত্তর বৎসর পূর্তিতে রবীঠাকুরের চিত্রাবলীর সংকলন প্রকার করেছিলেন।