Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আবগারি দুর্নীতির 'প্রধান ষড়যন্ত্রকারী কেজরিওয়াল', সিবিআই চার্জশিটে বিস্ফোরক দাবি


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৭ এএম

আবগারি দুর্নীতির 'প্রধান ষড়যন্ত্রকারী কেজরিওয়াল', সিবিআই চার্জশিটে বিস্ফোরক দাবি

নয়াদিল্লি, ২৯ জুলাই: দিল্লির আবগারি নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল সিবিআই। এর আগে এই মামলায় একটি প্রধান এবং চারটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল সিবিআই। সোমবার আবগারি দুর্নীতিকাণ্ডে যে চার্জশিট দিয়েছে সিবিআই তা চূড়ান্ত বলে জানা গিয়েছে। এদিন তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, দিল্লির আবগারি নীতির অনিয়মের অভিযোগের বিস্তৃত তদন্তের পরে চার্জশিট দাখিল করা হয়েছে।

সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে, আপ প্রধানের নির্দেশেই দলের নেতাদের কোটি কোটি টাকা দিয়েছিলেন মদের ব্যবসায়ী, বদলে নিয়েছিলেন সুবিধা। দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি দুর্নীতি মামলায় 'অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী' হিসাবে অভিযুক্ত করা হয়েছে। আপের প্রাক্তন মিডিয়া ইনচার্জ তথা কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী বিজয় নায়ারের সঙ্গে একাধিক মদ ব্যবসায়ীর যোগাযোগ ছিল বলে দাবি তদন্তকারীদের।

চার্জশিটে সিবিআই আরও দাবি করেছে, আবগারি দুর্নীতিতে দিল্লির প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়ার সিদ্ধান্তে এক্স-পোস্ট ফ্যাক্টো অনুমোদন দিয়েছিল কেজরিওয়ালের মন্ত্রিসভা। এর আগে আদালতের শুনানিতে সিবিআই জানিয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতির ষড়যন্ত্রকারী। দিল্লি সরকারের সমস্ত সিদ্ধান্ত তাঁর নির্দেশ অনুসারে নেওয়া হয়েছিল। সোমবার সিবিআই জানিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী কোনও যুক্তি ছাড়াই মদের পাইকারি বিক্রেতাদের লাভের মার্জিন ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করেন।

উল্লেখ্য, আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গত ২১ মার্চ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (PMLA) ধারায় কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি মামলায় জামিন পাওয়ার পর চলতি বছরের জুন মাসে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই।