Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ক্যামাক স্ট্রিটের বন্ধ ক্যাফেতে আগুন, ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী


News Desk   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০২:১১ এএম

ক্যামাক স্ট্রিটের বন্ধ ক্যাফেতে আগুন, ঘটনাস্থলে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী

 

পুবের কলম, ওয়েবডেস্কঃ  ফের কলকাতা শহরে আগুন আতঙ্ক। মঙ্গলবার ১/১ ক্যামাক স্ট্রিটের একটি ক্যাফেতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন। সকাল ১০টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। জানা গেছে ক্যাফেতে তিনমাস ধরে বন্ধ রয়েছে। অফিস টাইমের ব্যস্ত সময়ে এই আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, পার্কস্ট্রিট থানা ও শেক্সপিয়ার সরণি পুলিশ। আশেপাশের যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য দমকলকর্মীরা চেষ্টা চালাচ্ছেন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, পার্ক স্ট্রিট ও ক্যামাকস্ট্রিটের সংযোগস্থল অ্যালন পার্কের ঠিক উল্টো দিকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এই এলাকাটি মূলত অফিস পাড়া হিসাবে পরিচিত। আশপাশে অনেক বহুতল রয়েছে। যেখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফিস রয়েছে। বহুতলে কেউ আটকে নেই বলে জানা গেছে।  যে ভবনটিতে আগুন ধরে গিয়েছে সেখানে টিন দিয়ে একটি ব্যারিকেড করা ছিল। প্লাস্টিকের এই টিন থাকার জন্য আগুন আরও দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে বলে খবর। অ্যালন পার্কের পাশ থেকে ক্যামাক স্ট্রিটের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য। দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, একটা ঘটনা ঘটেছে। খবর আসার সঙ্গে সঙ্গে খুব দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে পাঠানো হয়েছে সিনিয়র অফিসাররা রয়েছেন। আমি নিজেও যাচ্ছি। আমার মনে হয় আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।