Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের জেরে লাগাতার ভূমিধস, ক্ষতিগ্রস্থ বাড়ি-বন্ধ ২১টি সড়ক


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৬ এএম

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের জেরে লাগাতার ভূমিধস, ক্ষতিগ্রস্থ বাড়ি-বন্ধ ২১টি সড়ক

দেরাদুন, ২৯ জুলাই: উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের জেরে একের পর এক ভূমিধস। বিপর্যস্ত জনজীবন। ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক এলাকা। রাজ্যের বাগেশ্বর জেলায় পাঁচটি বাড়ি ধসে তলিয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশকিছু বাড়ি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বেশ কয়েকটি গবাদি পশু মারা গেছে। প্রশাসন সূত্রে খবর, ভূমিধসের কারণে ২১টি রাস্তা বন্ধ হয়ে গেছে। জেলার পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ৬০ হাজারের বেশি মানুষকে প্রভাবিত করেছে। এদিকে, তেহরি গাড়োয়ালের বালগঙ্গা এলাকা থেকে শুক্রবার দু'জনের মৃত্যুর পর পুরো টোলি গ্রাম খালি করে দিয়েছে প্রশাসন। পিথোরাগড়ের জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক ভূপেন্দ্র সিং মেহার বলেন, "পিথোরাগড় জেলার থাল-মুন্সিয়ারি রুট এবং তাওয়াঘাট-লিপুলেখ রুটে টানা চতুর্থ দিনের মতো বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।" ভূপেন্দ্র সিং জানিয়েছেন, "২৫টি বন্ধ রাস্তার মধ্যে মাত্র সাতটি রাস্তা পুনরায় চালু করা হয়েছে। তদুপরি, চিন সীমান্ত এবং সংযোগকারী রুটগুলির দিকে যাওয়ার ৩১টি রোডের সবকটি বন্ধ রয়েছে, যার ফলে প্রায় দেড় লক্ষ মানুষ প্রভাবিত হয়েছে।"

এদিকে টানা তিনদিন ধরে কালী নদীর জলস্তর বাড়ায় প্রশাসন সতর্কতা জারি করেছে। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টিপাতের ও ভূমিধসের ফলে বিভিন্ন জায়গায় পথচারী থেকে গ্রামবাসীরা আটকা পড়েন। প্রশাসন জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে হোকড়া জনপদের সাতটি পরিবারকে একটি পঞ্চায়েতে আশ্রয় দেওয়া হয়েছে। অনেক গ্রামীণ রাস্তায় ধসে যাওয়ায় গ্রামীণ এলাকাগুলিতে প্রয়োজনীয় সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। জেলাশাসক ময়ূর দীক্ষিত জানিয়েছেন, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তিনগড় গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিয়ে একটি ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জেলা প্রশাসনকে অবিলম্বে তিনগড় সহ সংবেদনশীল গ্রামগুলির বাসিন্দাদের চিহ্নিত করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। শুক্রবার বলগঙ্গা এলাকার টোলি গ্রামে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।