Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

নলহাটিতে পুর কর্মীকে বোমা, জখম ৪


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৭ এএম

নলহাটিতে পুর কর্মীকে বোমা, জখম ৪

রামপুরহাট, ২৮ জুলাই: আবর্জনা ফেলার ডাস্টবিন রাস্তার ধারে রাখার অপরাধে পৌরসভার সাফাইকর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে অশান্তি এবং বোমার আঘাতে জখম এক শিশু সহ চার জন। তাদের উদ্ধার করে নলহাটি ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার নতুনগ্রামে। বোমা মারার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ।  

জানা গিয়েছে, রবিবার বিকেলে নলহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম এলাকার নলহাটি পুরসভার সাফাই কর্মী রেশমা বিবি তার বাড়ির সামনে আবর্জনা ফেলার ডাস্টবিন রেখেছিল। সেই ডাস্টবিন রাখার প্রতিবাদ করেন প্রতিবেশী আকতারুল সেখ। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, বিবাদ শুরু হওয়ার পর পরই আকতারুল সেখ রেশমা বিবির বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে। সেই ছোঁড়া বোমায় জখম হন সাফাই কর্মী রেশমা বিবি প্রতিবেশী সোনালী বিবি নামে এক মহিলা সহ তার পরিবারের ৪ জন। তবে বোমা মারার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। ঘটনার পর এলাকা ছেড়ে পলাতক অভিযুক্ত আকতারুল সেখ। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ এলাকায় টহলদারি শুরু করেছে।