Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

হায়দরাবাদে কুতুব শাহী পার্কের উদ্বোধন


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫১ পিএম

হায়দরাবাদে কুতুব শাহী পার্কের উদ্বোধন


হায়দরাবাদ, ২৮ জুলাই: যখন নবাব ও মুসলিম শাসকদের নাম মুছে দেওয়ার প্রবণতা বাড়ছে বিজেপি  শাসিত রাজ্যগুলিতে সেই সময় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি উদ্বোধন করলেন কুতুব শাহী হেরিটেজ  পার্ক।

হায়দরাবাদে রবিবার এই অনুষ্ঠান নিয়ে নতুন উদ্দীপনা। আমন্ত্রণ জানানো হয়েছিল সাংসদ আসাদ উদ্দিন ওয়েসিকে। আগা খান ট্রাস্টের সঙ্গে যৌথ উদ্যোগে তেলেঙ্গানা সরকার এই কর্মসূচি নিয়েছে। কুতুব শাহী  হেরিটেজ পার্কের মধ্যে রয়েছে সাতটি ঐতিহাসিক গম্বুজ।

মুখ্যমন্ত্রী রেড্ডি বলেন, কুতুব শাহী রাজত্বের মূল্যবান ঐতিহ্য ও স্থাপত্য শৈলীর সংরক্ষণ করার উদ্দেশ্য তেলেঙ্গানার ঐতিহাসিক গুরুত্ব, সংস্কৃতি ও মনোরম স্থাপত্য কার্য সংরক্ষণ করা। তিনি বলেন, তেলেঙ্গানা সমৃদ্ধ রয়েছে চারমিনার, রামাপ্পা মন্দির, গোলকণ্ডা দুর্গো, হোসেন সাগর ইত্যাদিতে।  
কুতুব শাহী হেরিটেজ পার্কে সৌন্দার্যায়নের কাজ শুরু হয় ২০১৩ সালে। প্রায় ১০০ স্মৃতি সৌধ সংরক্ষণ করা হয়েছে। প্রায় ১০৬ একর এলাকা দিয়ে গড়ে উঠছে এই হেরিটেজ পার্ক। উল্লেখ্য, সাতবাহন, কাকতীয়া কুতুব শাহী সহ অন্যান্য শাসকরা এখানে রাজত্ব করেছেন, তাদের আলাদা আলাদা সংস্কৃতিতে সমৃদ্ধ এই এলাকা।    
হায়দরাবাদ সব ধর্মের সব জাতির মিলন স্থল বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃত গঙ্গা-যমুনা  তাহজিব’-এর জীবন্ত উদাহরণ হায়দরাবাদ। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্ব প্রসিদ্ধ, এই সরকার সেটা রক্ষা করতে বদ্ধ পরিকর।

উল্লেখ্য, গোলকন্ডা দুর্গকে কেন্দ্র করে কুতুব শাহী রাজত্ব কায়েম ছিল ১৫১২ থেকে ১৬৮৭ সাল পর্যন্ত। মোগল সম্রাট আওরঙ্গজেবের সময় কুতুব শাহী সাম্রাজ্যের পতন হয়। শেষ সুলতানকে গ্রেফতার করেন আওরঙ্গজেব। আজকের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক ও ওড়িশা পর্যন্ত বিস্তৃত ছিল এই কুতুব শাহী সাম্রাজ্য। এই সময়েই গড়ে উঠেছিল চারমিনার মক্কা মসজিদ।