Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

প্রি-কোয়ার্টার ফাইনালে নিখাত জারিন


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০২ পিএম

প্রি-কোয়ার্টার ফাইনালে নিখাত জারিন

প্যারিস, ২৮ জুলাই: প্যারিস অলিম্পিকে মহিলাদের বক্সিংয়ে জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতীয় তারকা নিখাত জারিন। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত এ দিন ৫০ কেজি বিভাগে (ফ্লাইওয়েট) ৫-০ ব্যবধানে জার্মানির ম্যাক্সি ক্লোয়েৎজারকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন। পরের রাউন্ডের তাঁর সামনে শীর্ষ বাছাই চিনের উ ইউ।   
 এ দিনের লড়াইয়ে প্রথম রাউন্ডে অবশ্য অপ্রত্যাশিতভাবে এগিয়ে গিয়েছিলেন ম্যাক্সি। তিনি শুরু থেকেই চাপ বাড়াতে থাকেন। হাল ছাড়েননি নিখাত। দক্ষতার সঙ্গেই খেলায় ফেরেন তিনি। দুরন্ত কিছু পাঞ্চের সাহায্যে ম্যাচে ফেরেন নিখাত। জার্মানির বক্সার প্রথম রাউন্ডে একসময় ৩-২ এগিয়ে যান। এরপরে নিখাত স্কোর ৩-৩ করে দেন। এরপরে ২৮ বছরের ভারতীয় তারকাকে আর আটকে রাখা যায়নি। দ্বিতীয় রাউন্ডে দু’জনের কাছ থেকেই কিছু দুর্দন্ত পাঞ্চ দেখা যায়। ততক্ষনে নিখাত নিজের ছন্দ খুঁজে পেয়ে গিয়েছেন। তিনি ক্রমাগত নির্ভুল আঘাত হানতে থাকেন। বেকাদায় পড়ে যান জার্মান বক্সার।  
পরের রাউন্ডে আগামী বৃহস্পতিবার শীর্ষ বাছাই এবং বর্তমান ফ্লাইওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন চিনের উ ইউয়ের মুখোমুখি হবেন নিখাত। ফলে লড়াই বেশ কঠিন হবে তা বলাই বাহুল্য। ইউ প্রথম রাউন্ডে বাই পেয়েছেন।