Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মুখ্যমন্ত্রীর হাত ধরে শিক্ষায় ব্যাপক উন্নতি হয়েছে: আব্দুল হাই


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩৩ এএম

মুখ্যমন্ত্রীর হাত ধরে শিক্ষায় ব্যাপক উন্নতি হয়েছে: আব্দুল হাই

পুবের কলম প্রতিবেদক: ট্যালেন্ট সার্চ পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হল শাসনের স্বস্তি ভিলেজে। বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চের উদ্যোগে দ্বিতীয় শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এই মেধা অন্বেষণ পরীক্ষা নেওয়া হয়। রবিবার এদের মধ্যে থেকে কয়েকশো কৃতী শিক্ষার্থীদের হাতে মেমেন্টো সহ সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার তৃণমূল নেতা তথা শাসনের দাদপুর গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান আব্দুল হাই, ফ্রন্টপেজ একাডোমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান, স্থানীয় প্রধান নজিবুর রহমান ও মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, শিক্ষানুরাগী নাজমুল আরেফিন, বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চের সভাপতি হাসিবুর রহমান, বঙ্গীয় শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক সজল ঘোষ, ওহাব মোল্লা প্রমুখ।
এদিন সমাজসেবী আব্দুল হাই বলেন এই ধরনের পরীক্ষার মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের মেধার বিকাশ ঘটাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে শিক্ষায় ব্যাপক উন্নতি হয়েছে। আজ শহরের সাথে গ্রাম বাংলার পড়ুয়ারাও সমান তালে এগিয়ে চলেছে। নতুন প্রজন্মকে শিক্ষামুখী করে তুলতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে জুতো, স্কুল ড্রেস, ব্যাগ দেওয়ায় ছাত্র ছাত্রীরা খুব খুশি। এতে করে তাদের পড়াশুনার প্রতি আগ্রহ বাড়ছে বলে আব্দুল হাই মন্তব্য করেন।