Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

লেবাননে নতুন করে হামলা, ইসরাইলকে সতর্ক করল ইরান


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১০ পিএম

লেবাননে নতুন করে হামলা, ইসরাইলকে সতর্ক করল ইরান

তেহরান, ২৮ জুলাই: লেবাননে নতুন করে হামলা না চালাতে ইসরাইলকে সতর্ক করল ইরান। শনিবার ইসরাইল অধিকৃত গোলাম মালভূমি এলাকায় রকেট হামলার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, শনিবার গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১০ থেকে ২০ বছর বয়সি অন্তত ১২ জন কিশোর-তরুণ নিহত হন। এ হামলার জন্য ইসরাইল হিজবুল্লাহকে দায়ী করেছে। তবে হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে।
 
এদিকে ইসরাইল জানিয়েছে, রাতে ইসরাইলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রের ডিপো ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি।

লেবাননে ইসরাইলের বিমান হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। রবিবার দেশটির বিদেশমন্ত্রকের মুখপাত্র নাসের কানানি বলেন, ইহুদিবাসী শাসকের যেকোনো নির্বোধ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা ও যুদ্ধের পরিধিকে আরও বিস্তৃত করতে পারে। তিনি ইসরাইলকে অপ্রত্যাশিত পরিণতির সম্পর্কেও সতর্ক করেন।