Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মের অবমাননা হয়েছে: অভিযোগ বিশপের


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৪ পিএম

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে  খ্রিস্টান ধর্মের অবমাননা হয়েছে: অভিযোগ বিশপের

 প্যারিস, ২৮ জুলাই: অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক। প্যারিস অলিম্পিকে 'দ্য লাস্ট সাপার'কে মারাত্মক যৌনতার মোড়কে পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ। যার জেরে বিশ্বজুড়ে নিন্দার ঝড়। শুধু তাই নয়, একটি নগ্ন ব্যক্তিকে নীল রং মাখিয়ে যিশু হিসেবে দেখিয়ে খ্রিস্টান ধর্মকে উপহাস করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

‘দ্য লাস্ট সাপার’ নিয়ে এলজিবিটি থিমযুক্ত প্যারোডির নিন্দা জানিয়েছেন মিনেসোটার বিশপ রবার্ট ব্যারন। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত ছবি ‘দ্য লাস্ট সাপার’-এর প্যারোডি করেন ড্র্যাগ কুইনরা। ড্র্যাগ কুইন হলেন সাধারণত কোনও পুরুষ যিনি নারীদের লম্বা পোশাক পরে ও মেকাপ করে মঞ্চে অভিনয় করেন।

ঠিক কী দেখানো হয়েছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে? কেনই বা এই বিতর্ক? যিশু ও তাঁর বারো শিষ্যের নৈশভোজের যে বিখ্যাত ছবি লিওনার্দো দ্য ভিঞ্চি এঁকেছিলেন সেই ফ্রেমের আদলেই প্যারোডি করা হয়েছে। কিন্তু সেখানে যিশুর পরিবর্তে এক নারীকে দেখা যাচ্ছে যার মাথার পিছনে রুপোলি শিরোপা। পাশাপাশি এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যার সারা শরীরে নীল রং। কেবল ফুল ও ফলের একটি স্ট্রিং দিয়ে মাথা ও কোমর ঢাকা।

দেখানো হয়েছে, এখানে তিনি যেন ‘লাস্ট সাপারে’ পরিবেশিত খাদ্য। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ক্ষোভের সঞ্চার হয়েছে বহু মহলে। নেটিজেনরা একে ক্যাথলিক খ্রিস্টানদের অপমান বলে দাবি করেছেন। এ নিয়ে এক্সে বিশপ ব্যারন বলেন, ‘এটি একটি আধুনিক ধর্মনিরপেক্ষ সমাজের প্রতীক’ যেখানে খ্রিষ্টধর্মকে শত্রু হিসাবে দেখানো হয়েছে। 

অলিম্পিকের শুরুতেই প্যারিস কর্তৃপক্ষের এমন কাজকে ‘অশ্লীল বিদ্রুপ’ উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন বিশপ। বিশপ জানান, ফ্রান্স সারা বিশ্বে ক্যাথলিক মিশনারি পাঠিয়েছে এবং দেশটির সংস্কৃতি হল ‘ব্যক্তি, মানবাধিকার ও স্বাধীনতাকে সম্মান করা’। অথচ প্যারিসই আজ ‘খ্রিস্টানদের বিশ্বাসকে উপহাস করেছে’।

মিনেসোটার বিশপ রবার্ট ব্যারন এই পারফরম্যান্সকে ‘লাস্ট সাপারের চরম উপহাস’ বলেও অভিহিত করেন। ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন, বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিস্টানকে অপমান করে অলিম্পিকের উদ্বোধন ফ্রান্সের জন্য সত্যিই একটি খারাপ শুরু। যদিও অলিম্পিক কমিটির দাবি, জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ‘লাস্ট সাপার’-এর একটি ব্যঙ্গাত্মক সংস্করণ পরিবেশন করা হয়েছে।