Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

অলিম্পিকে প্রথম পদক ভারতের, প্রথম ভারতীয় মহিলা হিসেবে পদক জিতে ইতিহাস গড়লেন ভাকের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১৫ পিএম

অলিম্পিকে প্রথম পদক ভারতের, প্রথম ভারতীয় মহিলা হিসেবে পদক জিতে ইতিহাস গড়লেন ভাকের

পুবের কলম, ওয়েবডেস্ক: ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে ব্রোঞ্জ জিতল ভারত। শুটিং ইভেন্টে পদক পেলেন ভারতের মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক গেমসে শ্যুটিংয়ে পদক জিতে ইতিহাস রচনা করলেন ভাকের। কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মনু। এদিন প্রথম থেকেই পদকের দৌড়ে ছিলেন তিনি। প্রথম কয়েকটা রাউন্ডের পর প্রথম তিন থেকে একবারের জন্যও সরানো যায়নি তাঁকে। তাঁর সামনে ছিলেন দুই কোরিয়ান প্রতিযোগী। তিন প্রতিযোগীর মধ্যে পয়েন্টের তফাৎ ছিল একেবারেই সামান্য। দ্বিতীয় স্থানে থেকে রুপোর দৌড়ে ছিলেন মনু।
এদিকে, অর্জুন বাবুতা এবং রমিতা জিন্দালও পুরুষ ও মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে যোগ্যতা অর্জন করে ভারতের পদকের আশা বাড়িয়ে দিয়েছেন। এর আগে পুরুষদের সিঙ্গল স্কালসে রেপেচেজ রাউন্ডে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রোভার বলরাজ পানওয়ার।