Sat, June 29, 2024

ই-পেপার দেখুন
logo

দেশজুড়ে ১৩টি বিধানসভায় উপনির্বাচন, বাংলার ৪ আসনে ভোট ঘোষণা কমিশনের


News Desk   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ০৮:৩৫ এএম

দেশজুড়ে ১৩টি বিধানসভায় উপনির্বাচন, বাংলার ৪ আসনে ভোট ঘোষণা কমিশনের

 

নয়াদিল্লি, ১০ জুন: লোকসভা নির্বাচন সম্পূর্ণ হতেই এবার দেশজুড়ে ১৩টি বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। একইসঙ্গে উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা আসনে। কমিশন জানিয়েছে, আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জুন। জানা গিয়েছে, রায়গঞ্জ, রাণাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভার বিধায়করা পদত্যাগ করে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। মানিকতলা বিধানসভার বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যু হয়েছে। যে কারণে এই চার কেন্দ্রে ভোট হবে। ফল ঘোষণা হবে ১৩ জুলাই।

ভারতের নির্বাচন কমিশন (ECI) সোমবার ঘোষণা করেছে, বিহারের ১টি আসন, পশ্চিমবঙ্গের ৪টি আসন, তামিলনাড়ুর ১টি আসন, মধ্যপ্রদেশে ১টি, উত্তরাখণ্ডে ২টি, পাঞ্জাবে ১টি এবং হিমাচল প্রদেশের ৩টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সবমিলিয়ে ১৩টি বিধানসভা আসনে ১০ জুলাই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। দেশের যেখানে যেখানে উপনির্বাচন রয়েছে সেখানে আদর্শ আচরণবিধি জারি করা হয়েছে কমিশনের তরফে।