Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মাংস ঘিরে উত্তেজনা বেঙ্গালুরু সিটি রেলওয়ে স্টেশনে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫১ পিএম

মাংস ঘিরে উত্তেজনা বেঙ্গালুরু সিটি রেলওয়ে স্টেশনে

 

বেঙ্গালুরু, ২৭ জুলাই: মাংস ঘিরে উত্তেজনা বেঙ্গালুরু সিটি রেলওয়ে স্টেশনে। সংবাদ সূত্রে জানা গেছে, ২৬ জুলাই রাতে জয়পুর থেকে ১৫০টি কার্টুন ভর্তি করে তিন টন মাংস এসে পৌঁছায় বেঙ্গালুরু সিটি রেলওয়ে স্টেশনে।

পুনিথ কেরেহাল্লি নামে এক ব্যক্তি সেই মাংসকে কুকুরের মাংস বলে দাবি করেন। যদিও মাংস ব্যবসায়ী আধুল রাজ্জাক পুনিথের এই অভিযোগ অস্বীকার করেছেন। রাজ্জাক সংবাদ মাধ্যমকে জানান যে, উদ্ধার হওয়া মাংস ভেড়ার। তার উপযুক্ত প্রমাণ তার কাছে রয়েছে। পুনিথ কুকুরের মাংস বলে মিথ্যা রটিয়ে অন্যায়ভাবে অর্থ আদায় করতে চেয়েছিল। 

উল্লেখ্য, কেরেহাল্লি বর্তমানে গরুর তত্ত্বাবধায়ক হিসাবে কর্মরত হলেও পূর্বে হত্যার অভিযোগে জেল খেটেছে। এই ঘটনায় স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঘটনার পরের দিন ২৭ জুলাই শনিবার কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে অবৈধভাবে ট্রেনে করে বেঙ্গালুরুতে পশুর মাংস সরবরাহ করা হয়েছে।

গতকাল রেলওয়ে স্টেশন থেকে ৯০টি পার্সেল বাজেয়াপ্ত করা হয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট বিষয়টি খতিয়ে দেখছে। মন্ত্রী তাঁর এক্স পোস্টে আরও জানান, বর্তমানে সেই মাংস ল্যাবে পরীক্ষা করা হচ্ছে। তাতে কোনও অনিয়ম ধরা পড়লে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।