Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

সরকারি স্কুলের নামে জাতিগত শব্দ ব্যবহার অযৌক্তিক, কলঙ্কিত করবে শিশুদের: মাদ্রাজ হাইকোর্ট


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২২ পিএম

সরকারি স্কুলের নামে জাতিগত শব্দ ব্যবহার অযৌক্তিক, কলঙ্কিত করবে শিশুদের: মাদ্রাজ হাইকোর্ট

চেন্নাই, ২৭ জুলাই: সরকারি স্কুলের নামে 'আদিবাসী' শব্দ বা অন্যান্য জাতিগত শব্দের ব্যবহার অযৌক্তিক বলে মন্তব্য করল মাদ্রাজ হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, জাতিগত শব্দের ব্যবহার ফলে স্কুলে পাঠরত শিশুদের "কলঙ্কিত" করবে। রাজ্যের স্কুলগুলিতে এধরণের শব্দ সরানোর নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এস এম সুব্রহ্মণ্যম ও বিচারপতি সি কুমারাপ্পানের বেঞ্চ মুখ্যসচিবকে এবিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সাম্প্রতিক হোচ ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে কাল্লাকুরিচি জেলার কালভারায়ণ পাহাড়ের এসসি/এসটি বাসিন্দাদের জীবন উন্নয়নের বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করেছে আদালত। অ্যাডভোকেট জেনারেল (এজি) দ্বারা জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্ট উদ্ধৃত করে বেঞ্চ বলেছে, তারা লক্ষ্য করেছে যে এলাকার স্কুলগুলি 'সরকারী উপজাতি আবাসিক বিদ্যালয়' নামে পরিচালিত হয়। স্কুলের নামে 'আদিবাসী' শব্দটির এমন ব্যবহার নিঃসন্দেহে সেখানে অধ্যয়নরত শিশুদের কলঙ্কিত করবে।

বিচারপতিরা বলেন, শিশুরা এমন ধারণা তৈরি করবে যে তারা একটি 'উপজাতি স্কুলে' পড়ছে। অন্য জায়গার মতো তাদের স্কুল নয় বলে মনে করবে। আদালত এবং সরকারের কোনও অবস্থাতেই শিশুদের কলঙ্কিত করার অনুমোদন দেওয়া উচিত নয়। যেখানেই কোনও নির্দিষ্ট সম্প্রদায় বা বর্ণকে নির্দেশ করার জন্য এই জাতীয় নাম ব্যবহার করা হবে, সেগুলি সরিয়ে ফেলতে হবে। কেবল 'সরকারি স্কুল' হিসাবে নামকরণ করতে হবে। আদালত বলেছে, "এটা দুঃখজনক যে একবিংশ শতাব্দীতেও সরকার স্কুলগুলির নামকরণের ক্ষেত্রে এই জাতীয় শব্দ ব্যবহারের অনুমতি দিচ্ছে। এই স্কুলগুলি জনসাধারণের অর্থে তৈরি। সেখানে তামিলনাড়ু সরকার স্কুল বা কোনও সরকারি প্রতিষ্ঠানের এ ধরনের কলঙ্কজনক শব্দ যুক্ত করার অনুমতি দিতে পারে না।"