Tue, September 17, 2024

ই-পেপার দেখুন
logo

প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, অর্ধদিবস ছুটি ঘোষণা


আবুল খায়ের   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৫ এএম

প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, অর্ধদিবস ছুটি ঘোষণা

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বাম আমলের প্রাক্তন মন্ত্রী তথা আরএসপি নেতার প্রয়াণে শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে প্রায়ত মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেন।

শনিবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, "রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দু:খিত।

উনি আমার বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। ওঁনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওঁনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোনো প্রচেষ্টাই কাজে এলো না।

এই দু:খের দিনে আমি ওঁনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের আমার আন্তরিক সহমর্মিতা জানাই।

প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকারী যে যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা ররেছে সেখানে অর্ধদিবস ছুটি থাকবে।"

উল্লেখ্য, শনিবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।  দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি। টান সাতবার বালুরঘাট বিধানসভা আসন থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। ১৯৮৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন প্রায়ত বিশ্বনাথ চৌধুরী।