Tue, September 17, 2024

ই-পেপার দেখুন
logo

গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে: কমলা


Kibria Ansary   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৬ পিএম

গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে: কমলা

ওয়াশিংটন, ২৬ জুলাই: ‘গাজা যুদ্ধ শেষ করার সময় এসেছে’। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এমনই বলেছেন আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে ৪০ মিনিটের বৈঠক হয়েছে কমলার। এসময় গাজায় হতাহতের বিষয়ে ‘গুরুতর উদ্বেগ’ স্পষ্ট করে কমলা বলেন, ‘এই যুদ্ধ এখন বন্ধের সময় এসেছে।’ মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ সময় দ্বি-রাষ্ট্র সমাধানের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। তবে ইসরাইলের প্রতি অটুট প্রতিশ্রুতির কথা উল্লেখ করে হ্যারিস বলেন, ‘নিজেকে রক্ষার অধিকার আছে ইসরাইলের। তবে সেটা তারা কীভাবে করে, সেটাই ব্যাপার।’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমরা নিজেদেরকে কষ্টের কাছে অসাড় হতে দিতে পারি না এবং আমি এ বিষয়ে নীরব থাকব না।’

নেতানিয়াহুকে কমলা বলেন, ‘আসুন আমরা চুক্তিটি সম্পন্ন করি যাতে আমরা যুদ্ধ শেষ করতে যুদ্ধবিরতিতে যেতে পারি। আসুন আমরা জিম্মিদের বাড়িতে নিয়ে আসি এবং ফিলিস্তিনি জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ নিয়ে আসার ব্যবস্থা করি।’ গাজার পরিস্থিতি নিয়ে কমলা বলেন, ‘দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবারের মতো বাস্তুচ্যুত হয়েছে তারা। এই ট্র্যাজেডিগুলোর দিকে তাকানো যায় না। আমরা চুপ থাকব না।’