Tue, September 17, 2024

ই-পেপার দেখুন
logo

প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা শ্রীলঙ্কায়, দ্বীপরাষ্ট্রে ভোট ২১ সেপ্টেম্বর


Kibria Ansary   প্রকাশিত:  ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৫ এএম

প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা শ্রীলঙ্কায়, দ্বীপরাষ্ট্রে ভোট ২১ সেপ্টেম্বর

কলম্বো, ২৬ জুলাই: নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে দেশব্যাপী গণবিক্ষোভ ও পরবর্তীতে সরকার পতনের পর শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে দ্বীপরাষ্ট্রে নির্বাচন হবে। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জারি করা নোটিশে বলা হয়, ২১ সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে ১৫ আগস্ট নাগাদ প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। নির্বাচনের তফসিল অনুসারে পাঁচ সপ্তাহব্যাপী চলবে প্রচারাভিযান। ২০২২ সালে চরম মন্দায় কয়েক মাস খাদ্য, জ্বালানি ও ওষুধের মারাত্মক সংকটের পর এই নির্বাচনটি জনসাধারণের মনোভাবের প্রথম পরীক্ষা হবে। ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার ও কোভিড মহামারি পরবর্তী অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে নেওয়া পদক্ষেপের কারণে জীবনযাত্রার খরচ জোগাতে হিমশিম খেতে থাকা দেশটির ১ কোটি ৭০ লক্ষ ভোটার এই নির্বাচনে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। এবারের নির্বাচনে তিনজন প্রার্থীর নাম সামনে এসেছে। তাঁরা হলেন, শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, সজিত প্রেমাদাসা ও অনুরা কুমারা দেশনায়েক।