Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দেবে ভারতীয় জওয়ানরা: কার্গিল থেকে হুঙ্কার মোদির


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৯ এএম

সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দেবে ভারতীয় জওয়ানরা: কার্গিল থেকে হুঙ্কার মোদির

দ্রাস, ২৬ জুলাই: 'ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি পাকিস্তান', কার্গিল বিজয় দিবসে শহিদ সেনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে ইসলামবাদকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, 'ওদের জঘন্য পরিকল্পনা কখনও সফল হবে না।'

শুক্রবার কার্গিল বিজয় দিবস উপলক্ষে দ্রাস থেকে দেশের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। মোদির বক্তব্য, 'সন্ত্রাসবাদ এবং প্রক্সি যুদ্ধের মাধ্যমে পাকিস্তান বারবার ভারতে আঘাত হানার চেষ্টা করেছে। কিন্তু, কখনওই সফল হয়নি। আগামীদিনেও পারবে না। তা সত্ত্বেও পাকিস্তানের শিক্ষা হয়নি। যুদ্ধ এবং সন্ত্রাসবাদী হামলার ইন্ধন জুগিয়ে নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে চাইছে ওরা।' ইসলামবাদকে চ্যালেঞ্জ ছুড়ে প্রধানমন্ত্রী বলেন, 'আপনাদের জঘন্য পরিকল্পনা কখনওই সফল হবে না। আমাদের সেনা সর্বশক্তি দিয়ে সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দেবে। শত্রুদের মুখের উপর জবাব দেবে ভারতীয় জওয়ানরা।'