Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

নেতানিয়াহু 'যুদ্ধাপরাধী': তীব্র আক্রমণ করলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩০ পিএম

নেতানিয়াহু 'যুদ্ধাপরাধী': তীব্র আক্রমণ করলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

ওয়াশিংটন, ২৫ জুলাই: মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের তীব্র নিন্দা জানাল সিনেটর বার্নি স্যান্ডার্স। নেতানিয়াহুকে 'যুদ্ধাপরাধী' ও 'মিথ্যাবাদী' বলে অভিহিত করে তিনি বলেছেন, নেতানিয়াহুর কারণে গাজায় ৩৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৯ হাজার। বুধবার মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে ভাষণ দেন নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ ছিল আক্রমণাত্মক মন্তব্যে ভরা। ভাষণে ছিল প্রায় দশম মাসে পদার্পণ করা গাজা যুদ্ধ নিয়ে নানা দাবিও।

ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসসহ ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির বহু সিনেটর নেতানিয়াহুর ভাষণ বর্জন করেন। নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের মধ্যে সিনেট ফরেন রিলেশন্স কমিটির সদস্য ডিক ডারবিন, টিম কেইন, জেফ মের্কলি, ব্রায়ান শ্যাটজ ও সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির পরিচালক প্যাটি মারের নাম উল্লেখযোগ্য। শুধু সিনেট নয়, প্রতিনিধি পরিষদের সদস্যরাও নেতানিয়াহুর ভাষণ বর্জন করেন। অনেকেই তার ভাষণের নিন্দা জানিয়েছেন। মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের নিন্দা জানিয়ে এক্সে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী ও মিথ্যাবাদী। স্যান্ডার্স আরও বলেন, "নেতানিয়াহুর চরমপন্থি সরকার ফিলিস্তিনে সহায়তা বন্ধ করে রেখেছে, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের শিকার হচ্ছে।" সিনেটর ক্রিস ভ্যান বলেন, নেতানিয়াহুর এ ভাষণ ইসরাইলে সমর্থন বাড়ানোর প্রচেষ্টা। এ প্রতারণার অংশ হতে চান না তিনি।