Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

দিল্লি সফর স্থগিত মুখ্যমন্ত্রীর, নীতি আয়োগ বৈঠকে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৬ এএম

দিল্লি সফর স্থগিত মুখ্যমন্ত্রীর, নীতি আয়োগ বৈঠকে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা

 

পুবের কলম প্রতিবেদক: শেষ মুহূর্তে বৃহস্পতিবার দিল্লি যাওয়ার সূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  শুক্রবার তিনি দিল্লি যেতে পারেন বলে একটি সূত্র দাবি করলেও কেউ কেউ বলছেন দিল্লি সফর পুরোপুরি বাতিল করতে পারেন তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের  এই দিল্লি সফর পিছিয়ে দেওয়া বা বাতিল করা নিয়ে নানান জল্পনা চলছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে। শনিবারের নীতি আয়োগ বৈঠকে যোগ দেওয়া ছাড়া আরও কয়েকটি অনুষ্ঠান সূচি ছিল মমতার।

শুক্রবার দিল্লিতে বিরোধী শিবিরের কয়েকজন নেতা-মন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল। দিল্লিতে জাতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকদের সঙ্গেও মুখোমুখি হওয়ার সূচি ছিল,মমতার। তৃণমূল সাংসদদের সঙ্গেও বৈঠকের কথা ছিল।

কিন্তু হঠাৎ করে মমতার এই দিল্লি সফর বাতিলের নেপথ্যে অনেকগুলি কারণ দেখানো হচ্ছে। কেউ কেউ বলছেন, এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকারের জন্য সময় চাওয়া হয়েছিল। কিন্তু এবার সেই সাক্ষাৎকারের সুযোগ না মেলায় দিল্লি যাওয়া পিছিয়ে দিতে বা বাতিল করতে চাইছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, এর আগেও নীতি আয়োগের বৈঠকে তিনি নিজে না গিয়ে তাঁর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্রকে পাঠিয়েছেন।