Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

এবার অনলাইনেই করা যাবে রেশন কার্ড সংশোধন


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০০ এএম

এবার অনলাইনেই করা যাবে রেশন কার্ড সংশোধন

 

পুবের কলম প্রতিবেদকn রাজ্যের বাসিন্দাদের জন্য রেশন ব্যবস্থাকে সহজলভ্য করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রেশন সামগ্রী পাওয়ার ক্ষেত্রে রাজ্যবাসীর যেন কোন অসুবিধা না হয়, সে দিকে লক্ষ্য রেখেই করা হয়েছে ডিজিট্যাল রেশন কার্ড।এমনকী রেশনের খাদ্য সামগ্রী সহজেই পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে চালু করা হয়েছে দুয়ারে রেশন কর্মসূচি।

রাজ্যের রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এবার এবার অনলাইন সিস্টেম চালু করা হচ্ছে।  রেশন কার্ড সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান বাড়িতে বসেই করা যাবে। বিশেশ করে রেশন কার্ডের বিভিন্ন সংশোধনের জন্য গ্রাহককে আর খাদ্য দফতর সহ বিভিন্ন জায়গায় যেতে হবে না। বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমেই রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় কাজ করতে পারবেন উপভোক্তারা। 

খাদ্য দফতর সূত্রে খবর, রেশন কার্ডের সামান্য ভুলের সংশোধণ করার জন্য এতদিন সাধারণ মানুষকে খাদ্য দফতর কিংবা অন্যত্র ছোটাছুটি করতে হতো। বর্তমানে খাদ্য দফতরের 'ফুড পোর্টাল' এর গিয়ে অনলাইন মাধ্যমেই রেশন কার্ডে উপভোক্তার নাম, বয়স, কিংবা ঠিকানা সংক্রান্ত ভুল সংশোধন করা যাবে বাড়িতে বসেই।