Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আইটি সেক্টরে ১৪ ঘণ্টা ডিউটি ! হৈচৈ হতেই প্রস্তাব স্থগিত কর্নাটক মন্ত্রিসভার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৭ পিএম

আইটি সেক্টরে ১৪ ঘণ্টা ডিউটি ! হৈচৈ হতেই প্রস্তাব স্থগিত কর্নাটক মন্ত্রিসভার

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  কর্নাটকে   বেসরকারি চাকরিতে স্থানীয়দের সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়ে বিতর্ক তুঙ্গে। সমালোচনার মুখে আপাতত তা ঠান্ডাঘরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধারামাইয়া সরকার। এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে রাজ্যের তথ্যপ্রযুক্তি কর্মীদের সংগঠন। তারা জানিয়েছে,  কর্নাটকের তথ্যপ্রযুক্তি কর্মীদের দৈনিক কাজের সময়সীমা বাড়িয়ে ১৪ ঘণ্টা করতে চাইছে কংগ্রেস সরকার। ১৯৬১ সালের কর্নাটক শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইন সংশোধন করতে চলেছে রাজ্য সরকার। 

কর্নাটকের তথ্যপ্রযুক্তি কর্মী সংগঠন (কেআইটিইউ)-র এই দাবি ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। তাদের বক্তব্য সত্যি হলে দেশের আইটি হাব হিসেবে পরিচিত বেঙ্গালুরুর কর্মসংস্কৃতির ব্যাপক প্রভাব পড়তে পারে। কারণ সপ্তাহে পাঁচদিনের হিসেবে ৭০ ঘণ্টা কাজ করতে হবে। এখন যে আইনে রয়েছে, সেই আইনে কর্মীদের দিনে ৯ ঘণ্টা কাজ করানো যায়। আর ওভারটাইম ১ ঘণ্টা। সব মিলিয়ে ১০ ঘণ্টা। 

এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে কর্নাটক আইটি কর্মচারী ইউনিয়ন বা কেআইটিইউ।