Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

রাইসিনা হিলসের আইকনিক দুই হলের নাম বদল


আবুল খায়ের   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫১ এএম

রাইসিনা হিলসের আইকনিক দুই হলের নাম বদল

 

পুবের কলম, ওয়েবডেস্কঃ রাষ্ট্রপতি ভবনের আইকনিক দরবার হল এবং অশোক হলের নাম পরিবর্তন করা হল। এরপূর্বে রাস্তাঘাটের নামবদল হয়েছে। পাল্টে গিয়েছে সংসদভবনের ঠিকানাও। এবার দেশের রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলের দু'টি হলঘরেরও নাম পাল্টানো হল। 'দরবার' হলের নাম পাল্টে করা হল 'গণতন্ত্র মণ্ডপ' এবং অশোক হলের নাম করা হল 'অশোক মণ্ডপ'। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নামবদলের ঘোষণা করেন।

রাষ্ট্রপতি ভবনের যে দুই হলঘরের নাম পাল্টানো হল, তা বরাবরই ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। জাতীয় পুরস্কার বিতরণ থেকে উদযাপনের যাবতীয় অনুষ্ঠান এতকাল দরবার হলেই হতো। বিশেষ বিশেষ আয়োজন হয় অশোক হলে। এক বিবৃতিতে সরকার বলেছে যে 'দরবার'-ভারতীয় শাসক এবং ব্রিটিশদের আদালত এবং সমাবেশগুলিকে উল্লেখ করে। ভারত প্রজাতন্ত্র বা গণতন্ত্র হওয়ার পরে সেটি প্রাসঙ্গিকতা হারিয়েছে। গণতন্ত্রের ধারণাটি প্রাচীনকাল থেকেই ভারতীয় সমাজে গভীরভাবে প্রোথিত, যা 'গণতন্ত্র মণ্ডপ' অনুষ্ঠানস্থলের জন্য একটি উপযুক্ত নাম।

অশোক হল একেবারে গোড়ার দিকে বলরুম হিসেবে ব্যবহৃত হতো। রাষ্ট্রপতি ভবন জানিয়েছে, অশোক বলতে যন্ত্রণা, শোকমুক্ত ব্যক্তিকে বোঝানো হয়। পাশাপাশি, সম্রাট অশোকের নামও, যা ঐক্য, শান্তি এবং সহাবস্থান বোঝায়। ভারতীয় প্রজাতন্ত্রের প্রতীক অশোকস্তম্ভ, ভারতের ধর্মীয় ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতিতেও গভীর তাৎপর্য রয়েছে এর। রাষ্ট্রপতি ভবন জানিয়েছে, অশোক হলের নাম পাল্টে অশোক মণ্ডপ করায় অশোক শব্দটির মূল্যবোধ যেমন বজায় থাকল, তেমনই ঔপনিবেশিক শাসনের চিহ্ন মুছে গেল। এ দিকে, সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। তিনি বলেন, 'এখানে দরবার হলের কোনও ধারণা নেই। তবে শাহেনশা-র ধারণা আছে।'