Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

সংসদে বিরোধীদের 'স্টুপিড' বললেন অভিজিৎ, বিজেপি সাংসদকে সর্তক করলেন স্পিকার


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২০ এএম

সংসদে বিরোধীদের 'স্টুপিড' বললেন অভিজিৎ, বিজেপি সাংসদকে সর্তক করলেন স্পিকার

নয়াদিল্লি, ২৫ জুলাই: সংসদে দাঁড়িয়ে 'অসংসদীয়' মন্তব্যের জেরে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সর্তক করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে সংসদের মর্যাদা যাতে ক্ষুণ্ন না হয় সেবিষয়েও সর্তক থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, মহাত্মা গান্ধি নাকি নাথুরাম গডসে। যদিও এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে মন্তব্য করেছিলেন, এখন নয় পরে বলব।

বুধবার কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময় তমলুকের বিজেপি সাংসদ সঙ্গে বিতর্কে জড়ান কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। প্রাক্তন বিচারপতিকে উদ্দেশ্য করে কংগ্রেস সাংসদ বলেন, মহাত্মা গান্ধি নাকি নাথুরাম গডসে। কংগ্রেস সাংসদের এই মন্তব্যে একপ্রকার তেড়েমেড়ে ওঠেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি সাংসদ পাল্টা সুর চড়িয়ে বলেন, "ডোন্ট টক্ লাইক এ স্টুপিড, স্যার (বোকার মত কথা বলবেন না, স্যার)।" এরপরই হইচই শুরু করেন বিরোধী সাংসদরা। 'স্টুপিড' মন্তব্যের জেরে বিজেপিকে সাংসদকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন বিরোধীরা।

বিরোধীরা প্রতিবাদ করায় লোকসভার স্পিকার বলেন, সংসদীয় ঐতিহ্যের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। সদস্যরা তাদের মতামত প্রকাশ করতে পারেন, আলোচনায় অংশ নিতে পারেন। তবে সভার সম্মান ও মর্যাদাও নিশ্চিত করা সকলের দায়িত্ব। সাংসদের এমন কিছু করা উচিত নয় যা সংসদের মর্যাদা ক্ষুণ্ন করে। অভিজিৎকে সর্তক করে বিড়লা বলেন, সংসদের মর্যাদা রক্ষা করতে হবে। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করার জন্য তাঁকে সতর্ক করা হয়েছে।

এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বিরোধী বা শাসক দলের সদস্যদের এমন মন্তব্য করা উচিত নয়, যা সভার মর্যাদায় আঘাত হানতে পারে। যথাযথ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা স্পিকারের রয়েছে।