Thu, September 19, 2024

ই-পেপার দেখুন
logo

রাজস্থানে প্রশ্ন ফাঁস: তথ্যপ্রমাণ জমা বিজেপি বিধায়কের, ১৫ দিনে ব্যবস্থা না নিলে অনশনের হুঁশিয়ারি


Kibria Ansary   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:২৬ পিএম

রাজস্থানে প্রশ্ন ফাঁস: তথ্যপ্রমাণ জমা বিজেপি বিধায়কের, ১৫ দিনে ব্যবস্থা না নিলে অনশনের হুঁশিয়ারি

জয়পুর, ২৫ জুলাই: সরকারি চাকরি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজস্থানের বিজেপি বিধায়ক ডঃ কিরোরি লাল মীনা। প্রশ্ন ফাঁসে একাধিক সরকারি আমলা জড়িত রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি শাসিত রাজ্যের বিজেপি বিধায়ক। বুধবার স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) অফিসে গিয়ে এডিজি ভিকে সিংয়ের হাতে আরএএস, রিট এবং এসআই পরীক্ষার প্রশ্ন ফাঁসের সমস্ত নথি জমা দিয়েছেন সাওয়াই মাধোপুরের বিধায়ক। কিরোরি লালের দাবি, প্রশ্ন ফাঁসের চক্র গোপন ভাবে কাজ করেছে। এই ঘটনায় অনেক এসওজি আধিকারিক জড়িত ছিলেন। এই তথ্য প্রমাণগুলি প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে সহায়তা করবে।

এদিকে প্রশ্ন ফাঁসে অভিযুক্ত ভূপেন্দ্র শরণ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। অভিযুক্তের কাছ থেকে ২০২২ সালের পাওয়া একটি চিঠি দেখিয়ে বিজেপি বিধায়ক দাবি করেছেন, "চিঠিতে এসওজি কর্মীদের মোটা টাকার ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। চিঠিতে ভূপেন্দ্র শরণ বলেছে, এসওজি লোকেরা প্রশ্ন ফাঁসের জন্য বিভিন্ন সময়ে ৬৪ লক্ষ টাকা ঘুষ নিয়েছে।" এরপরই জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, এসওজি যদি ১৫ দিনের মধ্যে এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। তবে তিনি এসওজি অফিসের সামনে অনশনে বসবেন।