Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

অগ্নিবীর নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, আধাসেনায় নিয়োগে ১০ শতাংশ সংরক্ষণ প্রাক্তন অগ্নিবীরদের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১৮ এএম

অগ্নিবীর নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, আধাসেনায় নিয়োগে ১০ শতাংশ সংরক্ষণ প্রাক্তন অগ্নিবীরদের

নয়াদিল্লি, ২৫ জুলাই: অগ্নিবীর প্রকল্প নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রের মোদি সরকার। এবার থেকে সমস্তরকম আধাসেনার নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা। বৃহস্পতিবার একথা ঘোষণা করেন ভারতীয় আধা সেনাবাহিনীর প্রধানরা। একইসঙ্গে প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও ছাড় দেওয়া হবে জানিয়েছে বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, এসএসবি এবং সিআরপিএফের শীর্ষকর্তারা।

সেনা সূত্রে খবর, প্রাক্তন অগ্নিবীরদের ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে। সব নিয়োগের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে তাদের। প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য বয়সে ছাড়ের ঊর্ধ্বসীমা হবে ৫ বছর। পরবর্তী ব্যাচগুলির জন্য এই ছাড়ের ঊর্ধ্বসীমা হতে চলেছে ৩ বছর। তাঁদের শারীরিক সক্ষমতার জন্যও আলাদা করে পরীক্ষা দিতে হবে না।

অগ্নিবীর প্রকল্প বাতিল করার দাবিতে সরব হন রাজস্থান, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো রাজ্য থেকে সেনায় যোগ দিতে আসা যুবকেরা। সেই ক্ষোভের আঁচ ভোটের সময়ে পেয়েছিলেন বিজেপি নেতৃত্ব। কিন্তু সেনাদের দীর্ঘ চাকরি জীবনের বেতন ও পেনশনের দায় এড়াতে মরিয়া সরকার যে অগ্নিবীর প্রকল্প বাতিল করার কথা ভাবছে না, তা স্পষ্ট হয়ে গিয়েছে বাজেট নথি থেকেই। গত বাজেটে (২০২৩-২৪) অগ্নিবীর প্রকল্পে স্থলসেনা খাতে ২,৮৩৫.৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এ বারে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,২০৭.২৮ কোটিতে। একই ভাবে অগ্নিবীরের নৌসেনা খাতে বরাদ্দ ছিল ২৯৫.৫৬ কোটি টাকা। এ বারে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ কোটি। আর অগ্নিবীরের বায়ুসেনা খাতে বরাদ্দ হয়েছিল ১৮৬.১৪ কোটি টাকা। এবার তা দাঁড়িয়েছে ৪২০ কোটি টাকায়।