Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ইমরান খানের দলের সদর দফতর সিল করল সরকার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩৬ এএম

ইমরান খানের দলের সদর দফতর সিল করল সরকার

 

 

ইসলামাবাদ, ২৪ জুলাই: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-কে ‘নিষিদ্ধ’ ঘোষণা করার পরই দলটির বিরুদ্ধে পদক্ষেপ নিল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। পিটিআই-এর সদর দফতরে হানা দিয়ে আটক করা হয়েছে কয়েকজন নেতানেত্রীকে।

রাজধানী ইসলামাবাদের পাশাপাশি লাহোর, করাচি-সহ বিভিন্ন শহরে ইমরানের দলের দফতরগুলি সিল করেছে পাক সরকার। গত সপ্তাহে শরিফের সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছিলেন, ইমরানের দলকে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছেন তারা।

তিনি বলেন, ‘নিয়ম-বহির্ভূত ভাবে বিদেশি অনুদান পাওয়া, ৯ মে হিংসায় সরাসরি জড়িত থাকা, সাইফার (রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস) মামলা-সহ বিভিন্ন ক্ষেত্রে যে সব তথ্যপ্রমাণ মিলেছে, আমরা বিশ্বাস করি, তা পিটিআই-কে নিষিদ্ধ করার পক্ষে যথেষ্ট।’  

ইমরান খানের দলের স্বীকৃতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীনই পাকিস্তান সরকারের এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে উল্লেখ করেছে বিরোধীরা। একাধিক মামলায় অভিযুক্ত ইমরান খান বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, পিটিআই দলের অন্যতম প্রতিষ্ঠাতা রউফ হাসানসহ ১০ জন নেতানেত্রীকে আটক করা হয়েছে।