Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

সেপ্টিসেমিয়ায় মৃত্যু নাবালকের, মা জানালেন 'ছেলে ঘুমোচ্ছে'


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৬ পিএম

সেপ্টিসেমিয়ায় মৃত্যু নাবালকের, মা জানালেন 'ছেলে ঘুমোচ্ছে'

 

পুবের কলম, ওয়েবডেস্ক: ছেলের মৃত্যু হয়েছে বেশ কিছুদিন আগেই। মৃত্যুর পর সেই ছেলের দেহ আগলে রাখল মা ও মেয়ে। প্রতিবেশীদের নাকে গন্ধ আসতেই ঘটনাটি প্রকাশ্যে আসে। মা জানালেন 'আমার ছেলে ঘুমোচ্ছে'। উত্তরপ্রদেশের ঘটনা। জানা গেছে, সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নাবালক ছেলের। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে।

মঙ্গলবার পুলিশ এক বিবৃতি দিয়ে জানায়, ১৩ বছরের তেজস জৈন তার মা কোমল জৈন (৫০) ও ২২ বছরের দিদি কাব্যর সঙ্গে গাজিয়াবাদের চন্দ্রনগরের থাকত। মা ও দিদি দুজনেই মানসিক প্রতিবন্ধী। একবছর আগে তার স্বামীর মৃত্যুর পর স্ত্রী ও তার মেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

শহিদাবাদের সহকারি পুলিশ কমিশনার রজনীশ কুমার উপাধ্যায় জানান, উদ্ধারে গিয়ে পুলিশ দেখে তেজসের দেহ ঘরের মেঝেতে পড়ে আছে, আর তার সামনে বসে আছেন তার মা কোমল ও তার দিদি কাব্য। দুজনেই দাবি করেন তেজস ঘুমোচ্ছে।

স্থানীয়রা জানান, পরিবারটি সারাদিন বাড়ি অন্ধকার করে থাকত, লাইট জ্বালাত না, কারুর সঙ্গে কোনও কথা বলত না। দ্বাদশ ক্লাসের পড়ার সময় অসুস্থতার কারণ পড়াশোনা ছেড়ে দেয় কাব্য। পুরো পরিবারটির খরচ চালাতেন কোমলের ভাই প্রশান্ত জৈন, প্রশান্ত দিল্লির চাউরি বাজারে থাকতেন। পুলিশ জানিয়েছে, ঘরের অবস্থা খুব নোংরা, অত্যন্ত খারাপ অসহায় অবস্থায় কোমল ও কাব্যকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তে রিপোর্টে জানা গেছে তেজসের সেপ্টিসেমিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বুধবার তার তেজসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।