Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

Breaking: সংসদে বাজেট নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫০ এএম

Breaking: সংসদে বাজেট নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ অভিষেকের

 

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক:সংসদে  বাজেট নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধি সহ ধর্মীয় বিভাজন, দলিত নির্যাতন সহ একাধিক ইস্যু নিয়ে সরব হলে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক।  

অভিষেকের বক্তব্য এক নজরে:
 

 

মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে

মোদিজী মানুষের প্রত্যাখ্যান মানতে নারাজ

শরিকদের তুষ্ট করতে এই বাজেট

শরিকদের ওপর ভর চলেছে বিজেপি 

মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বিজেপির

তোষণের রাজনীতি আর চলবে না

২০১৪ সালে অচ্ছে দিনের কথা বলে ক্ষমতায় এসেছিল বিজেপি

সবকা সাথ সব কা বিকাশ বলে ক্ষমতায় এসেছিল 

এখন বিজেপির নীতি, জো হামারা সাথ হাম উনকা সাথ 

আলু থেকে রান্নার গ্যাস সব কিছুই অগ্নিমূল্য 

উত্তরপ্রদেশে তো ডবল  ইঞ্জিন সরকার 

দলিত অত্যাচারে শীর্ষ উত্তরপ্রদেশ

বিজেপি সরকারের সময় মানুষের দৈনন্দিন আয় কমেছে


 

দেশে বিজেপির কোনও  এমপি মুসলিম সম্প্রদায়ের নয় 

পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করার চেষ্টা বিজেপির 

মোদি সরকারের আমলে দেশে বেকারত্ব বেড়েছে

তৃতীয়বার মোদি সরকার, দেশ হারালো শিক্ষার অধিকার

নিট কেলেঙ্কারি এই সরকারের সবচেয়ে বড় দুর্নীতি 

G ফর গ্যারান্টি,  G ফর ঘোটালা 

মোদির গ্যারান্টি জিরো গ্যারান্টি 

প্রধানমন্ত্রী বলেছিলেন ২০২২  এর মধ্যে মাথার ওপর ছাদ পাবে সাধারণ মানুষ

১১ লক্ষের বেশি মানুষ বাংলায় ঘর পাননি 

২০২২  এর মধ্যে ঘরে ঘরে জল পৌঁছনোর কথা ছিল 

২০২২  এর মধ্যে বুলেট ট্রেন পায়নি দেশ