Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ফুড ব্লগিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু চিনা নারীর


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪০ এএম

ফুড ব্লগিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু চিনা নারীর

বেজিং, ২৩ জুলাই: ফুড ব্লগিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ২৪ বছরের এক চিনা নারীর। লাইভ ভিডিয়ো চলাকালীনই মারা যান প্যান জায়োতিং। এই মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। লক্ষ লক্ষ দর্শক তখন তার ভিডিয়ো দেখছিলেন বলে জানা গিয়েছে। চিনের বাসিন্দা ওই নারী খেতে খেতে লাইভ স্ট্রিমিং করতেন। ক্যামেরার সামনে প্রচুর খাবার খেয়ে টাকা রোজগার করতেন তিনি। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত খাওয়ার ফলেই মৃত্যু হয়েছে প্যানের। আগে একজন পরিচারিকার কাজ করতেন প্যান। ব্লগিং শুরু করার পর যখন তার জনপ্রিয়তা বাড়তে থাকে, তখন তিনি আগের কাজ ছেড়ে পুরো সময় ফুড ব্লগিং শুরু করেন।  ক্রমে জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর আরও বড় চ্যালেঞ্জ নিতে শুরু করেন প্যান। অতিরিক্ত খাবার খাওয়ার পর কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। মৃত্যুর সময় প্যানের ওজন ছিল প্রায় ৩০০ কেজি।