Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মঙ্গলবার রাত থেকেই বাংলাদেশে চালু হচ্ছে ইন্টারনেট: জানালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০১ পিএম

মঙ্গলবার রাত থেকেই বাংলাদেশে চালু হচ্ছে ইন্টারনেট: জানালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী

ঢাকা, ২৩ জুলাই: কোটা বিরোধী আন্দোলনের জেরে দেশজুড়ে বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা। গত কয়েকদিন নেট পরিষেবা বন্ধ রাখার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেকেই। কবে চালু নেট? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বাংলাদেশের নাগরিকরা।

মঙ্গলবার বাংলাদেশের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানালেন, "আজ রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। অগ্রাধিকার ভিত্তিতে বাছাইকৃত এলাকায় চালু করা হবে ব্রডব্যান্ড ইন্টারনেট।" মঙ্গলবার বেলা ১টার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার এলাকার ব্রডব্যান্ড সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শন কতে যান টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। উল্লেখ্য, সোমবার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। রাতের (সোমবার) মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে। যদিও সেটা সম্ভব হয়নি।