Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

হাত পা কেটে চার মাসের গর্ভবতীকে হত্যা! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন


আবুল খায়ের   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪১ এএম

হাত পা কেটে চার মাসের গর্ভবতীকে হত্যা! ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ হাত পা কেটে চার মাসের গর্ভবতী মহিলাকে হত্যার অভিযোগ। প্রমাণ লোপ করতে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। মৃত মহিলার নাম রীনা তানওয়ার(২৩)। এই ঘটনার পর বিজেপি পরিচালিত মধ্যপ্রদেশে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যৌতুকের জন্য তাদের কন্যাকে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর রীনার স্বামী মিঠুন তানওয়ার এবং তার পরিবারের বিরুদ্ধে। জানা গেছে, পাঁচ বছর আগে মিঠুন রীনার বিয়ে হয়। তাদের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পাশাপাশি মৃত্যুকালে রীনা চার মাসের গর্ভবতী ছিল।

সংবাদ সূত্রে জানা গেছে, স্থানীয় এক প্রতিবেশির কাছে খবর পেয়ে রাজগড় জেলার কালীপীঠ থানা এলাকার তান্ডি খুরদ গ্রামে পৌঁছে নিহত রীনার বাবা রামপ্রসাদ তানওয়ার। সেখানে গিয়ে দেখেন তার কন্যার জ্বলন্ত চিতা ফেলে পালিয়ে গেছে তার শ্বশুর বাড়ির লোকজন। পুলিশ চিতা নিভিয়ে অর্ধদগ্ধ দেহাংশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, একটি অভিযোগ জমা পড়েছে।  তদন্ত চলছে। তবে অভিযুক্ত মিঠুন তানওয়ার ও তার পরিবারের সদস্যরা পলাতক।

রামপ্রসাদ তানওয়ার সংবাদ মাধ্যমকে বলেন, রীনার শ্বশুরবাড়ির লোকেরা টাকার দাবি করেছিল। না পেয়ে মেয়ের উপর অত্যাচার করত। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন নিহত রীনার পরিবার।