Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

বিধানসভায় শপথ চার তৃণমূল বিধায়কের, বয়কট বিজেপির


আবুল খায়ের   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৪ এএম

বিধানসভায় শপথ চার তৃণমূল বিধায়কের, বয়কট বিজেপির

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ মঙ্গলবার রাজ্য বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে সদ্য জয়ী চার বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বিধানসভায় শপথ নিয়েছেন মুকুটমনি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, সুপ্তি পাণ্ডে এবং মধুপর্ণা ঠাকুর। এই গোটা শপথ গ্রহণ পর্ব বয়কট করেছিল বিজেপির পরিষদীয় দল।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সংবিধান মেনে শপথ গ্রহণ হয়নি বলেই তাদের এই বয়কট। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ দিন জানিয়েছেন, নিয়ম মেনেই চার বিধায়কের শপথগ্রহণ পর্ব মিটেছে। সংবিধানের পাঁচটি ধারা মেনে স্পিকার শপথ গ্রহণ করিয়েছেন বিধায়কদের, এদিন এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকারদের মতো এবার বিধানসভায় শপথ নিলেন নিলেন তৃণমূলের চার বিধায়ক। সদ্য উপনির্বাচনে জয়ী রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী, মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর এদিন শপথ গ্রহণ করেছেন। এই চার বিধায়কের শপথ গ্রহণ নিয়েও প্রাথমিকভাবে জটিলতা তৈরি হয়েছিল। সোমবার রাজভবনের তরফে চার বিধায়কের শপথ গ্রহণ নিয়ে ইতিবাচক কোনও জবাব পায়নি বিধানসভা। এরপর মঙ্গলবার চার বিধায়কের শপথ গ্রহণের সব রকম প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছিল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করিয়েছেন সদ্য জয়ী চার বিধায়ককে।