Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

দুর্নীতিতে সিদ্দারামাইয়ার নাম বলাতে চাপ, ষড়যন্ত্রের অভিযোগে ইডির বিরুদ্ধে মামলা


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৪ এএম

দুর্নীতিতে সিদ্দারামাইয়ার নাম বলাতে চাপ, ষড়যন্ত্রের অভিযোগে ইডির বিরুদ্ধে মামলা

বেঙ্গালুরু, ২৩ জুলাই: কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। কেন্দ্রীয় এজেন্সি পক্ষপাতদুষ্ট বলেও সরব হয়েছে ইন্ডিয়া জোটের দলগুলি। এবার কর্নাটকে এক মামলায় ইডির বিরুদ্ধে জোরপূর্বক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নাম বলাতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ উঠল। জানা গিয়েছে, কর্নাটকের মহর্ষি বাল্মীকি তফসিলি উপজাতি উন্নয়ন কর্পোরেশনে (KMVSTDC) আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই মামলায় কর্নাটকের মুখ্যমন্ত্রীকে জড়ানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। এমনকি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, প্রাক্তন মন্ত্রী বি নগেন্দ্র এবং অর্থ দফতরের আধিকারিকদের নাম বলতে জোর করা হয় বলে অভিযোগ। কর্নাটকের সমাজকল্যাণ দফতরের এক আধিকারিকের অভিযোগ, ইডি জেরায় তাঁকে জোরপূর্বক মুখ্যমন্ত্রী সহ প্রাক্তন মন্ত্রী এবং অর্থ দফতরের নাম বলতে বাধ্য করা হয়।

এই ঘটনার পর সোমবার ইডি দুই অফিসারের বিরুদ্ধে বেঙ্গালুরুর উইলসন গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেন সমাজ কল্যাণ বিভাগের ওই অতিরিক্ত আধিকারিক কল্লেশ বি। তাঁর অভিযোগের ভিত্তিতে ইডি অফিসারদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মিত্তল এবং মুরুলি কান্নান নামের দুই ইডি অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর অধীনে ৩ (৫) (যৌথ অপরাধমূলক দায়বদ্ধতা), ৩৫১ (২) (অপরাধমূলক ভীতি প্রদর্শন), ৩৫২ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) ধারায় মামলা রুজু করা হয়েছে।

গত ১৬ জুলাই কল্লেশকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ানও রেকর্ড করে ইডি আধিকারিকরা। পুলিশের এফআইআরে বলা হয়েছে, ইডি আধিকারিকরা কল্লেশকে গ্রেফতারের হুমকি দিয়েছিলেন। ইডির তরফে তাঁকে বলা হয়, "আপনি যদি ইডিকে সহায়তা করতে চান, তবে আপনাকে লিখিতভাবে বলতে হবে, যে মুখ্যমন্ত্রী, নগেন্দ্র স্যার এবং অর্থ দফতরের নির্দেশে অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত করা হয়েছিল।" এদিকে কল্লেশ জানিয়েছেন, প্রথম দিনেই তাঁকে ১৭টি প্রশ্ন করা হয়। ১৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। বাকি তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় চেয়েছেন। কল্লেশের বক্তব্যকে উদ্ধৃত করে এফআইআরে আরও বলা হয়েছে, "জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর ইডি আধিকারিকরা তাঁর বয়ানে সই করিয়ে নেন। ইডি আধিকারিকদের তাঁর বয়ানের অনুলিপি দিতে বলা হলেও তারা তা দেয়নি।"

প্রসঙ্গত, এর আগে ইডি নগেন্দ্র এবং রাজ্য পরিচালিত কর্পোরেশন চেয়ারপার্সন তথা কংগ্রেস বিধায়ক বাসনাগৌড়া দাদালের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। ইডির হাতে গ্রেফতার হয়ে নগেন্দ্র বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।