Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

Breaking: ৮৫ হাজার অনুদান পুজো কমিটিগুলিকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৩ এএম

Breaking: ৮৫ হাজার অনুদান পুজো কমিটিগুলিকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: নেতাজি  ইন্ডোরে প্রতি বছরের মতো এবারেও  পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।  ৮৫ হাজার অনুদান পুজো কমিটিগুলিকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৪৩ হাজার পুজোকমিটি এই অনুদান পাবে। গতবার এই অনুদান ছিল ৭০ হাজার,  এবার তা বেড়ে হল ৮৫ হাজার। আর ৪৩ হাজার ক্লাবকে ৮৫ হাজার টাকা করে অনুদান দিতে রাজ্য সরকারের মোট খরচ হবে ৩৬৫ কোটি ৫০ লাখ টাকা।
স্বাভাবিকভাবে খুশির হাওয়া পুজো কমিটিগুলির মধ্যে। ২০২৫-এ ১ লক্ষ করে অনুদান দেওয়া হবে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।  উল্লেখ্য, ক্লাবগুলিকে পুজোর অনুদান বাড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্যুতের মাশুলে ৫০ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছেন মমতা। একইসঙ্গে জানান, এবছর ১৫ অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল হবে। ১৬ তারিখে লক্ষ্মীপুজো রয়েছে।

 

এদিন মুখ্যমন্ত্রী পুজো নিয়ে কড়া নির্দেশ দিয়ে বলেন,  আমার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। মণ্ডপে মণ্ডপে এমন কিছু করলাম, সব রাস্তা বন্ধ হয়ে গেল। পুজোর সময় কুইক রেসপন্স টিম তৈরি থাকতে হবে। ভিড় এড়াতে এন্ট্রি-এক্সিট আলাদাভাবে করার নির্দেশ। থানার মধ্যে সমন্বয় থাকতে হবে।

শ্রীভূমির নাম উল্লেখ না করে ফের সুজিতকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, মণ্ডপে মণ্ডপে এমন কিছু করলাম, সব স্তব্ধ হয়ে গেল।  ১১২ ফুটের পুজোর করলাম, লেজার লাইট করলাম। সব দিক খেয়াল রাখতে হবে, যাতে মানুষের অসুবিধে না হয়।