Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

‘কুর্সি বাঁচাও বাজেট' তোপ কল্যাণের, পঞ্জাবকে বঞ্চনার অভিযোগে বিক্ষোভ কংগ্রেস সাংসদের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩৩ এএম

‘কুর্সি বাঁচাও বাজেট' তোপ কল্যাণের, পঞ্জাবকে বঞ্চনার অভিযোগে বিক্ষোভ কংগ্রেস সাংসদের

নয়াদিল্লি, ২৩ জুলাই: লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রীর পদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অধিবেশনের শুরুতেই প্রধনমন্ত্রী মোদি দাবি করেছেন, এই বাজেট তৈরি হয়েছে ২০৪৭ সালকে মাথায় রেখে। নতুন কর পরিকাঠামোয় বদল নতুন কর পরিকাঠামোয় বদল। ৩ লক্ষ টাকা পর্যন্ত বেতনের ক্ষেত্রে কোনও কর দিতে হবে না। ৩ থেকে ৭ লক্ষ বেতনের ক্ষেত্রে দিতে হবে ৫ শতাংশ বেতন, ৭ থেকে ১০ লক্ষে ১০ শতাংশ কর দিতে হবে। ১০ লাখ ১ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ১৫ শতাংশ। ১২ লাখ ১ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ২০ শতাংশ। ১৫ লাখ টাকার ঊর্ধ্বে আয়করের হার হল ৩০ শতাংশ।

এছাড়াও, কর্মসংস্থানে তিনটি স্কিম, শুল্ক কমানো হল সোনা-রুপো-প্ল্যাটিনামে, ইনসেনটিভ দেওয়ার ঘোষণা, টিডিএস তুলে দেওয়া হচ্ছে মিউচুয়াল ফান্ডের উপর থেকে, আবাস যোজনায় বাড়ি তৈরিতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ, পর্যটনেও বিশেষ গুরুত্ব বিহারে ও বাড়ানো হল স্ট্যান্ডার্ড ডিডাকশন।

এদিকে মোদির ৩.০র প্রথম বাজেটকে তোপ দাগল তৃণমূলের। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “এটা তো ‘কুর্সি বাঁচাও বাজেট'। বিজেপি সেই দলগুলির জন্য বাজেট পেশ করেছে যারা তাদের আসন রক্ষা করবে। এই বাজেট এনডিএ শরিক নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশকে ধরে রাখার জন্য।" পশ্চিমবঙ্গের জন্য কোনও বিশেষ বরাদ্দ ঘোষণা না করায় বিজেপির সমালোচনা করে তৃণমূল সাংসদ বলেন, "এই বাজেট ভারতের জন্য নয়। বাংলাকে কিছুই দেয়নি। তারা বাঙালিদের সহ্য করতে পারে না। বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।"

অর্থমন্ত্রীর ভাষণ শেষ হতেই নিম্নমুখী শেয়ার বাজার। একলাফে ৬৫০ পয়েন্টের বেশি পতন সেনসেক্সের সূচকে। ৮০ হাজারের গণ্ডি থেকেও ছিটকে গেল সেনসেক্স। অন্যদিকে, বাজেটে পঞ্জাবকে বঞ্চনা করা হয়েছে বলে বিক্ষোভ শুরু করেন কংগ্রেসের পঞ্জাবের সাংসদরা। অখিলেশ যাদবও তোপ দেগেছেন কেন্দ্রীয় বাজেটকে।