Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কমলাকে হারানো অনেক সহজ: ট্রাম্প


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৮ পিএম

কমলাকে হারানো  অনেক সহজ: ট্রাম্প

ওয়াশিংটন, ২২ জুলাই: মাত্র চার মাস পরই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। অবশ্য তার আগেই প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে গিয়েছেন জো বাইডেন। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন তিনি। বাইডেনের লড়ার কথা ছিল রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তবে আর তা হচ্ছে না। বাইডেনের সরে দাঁড়ানোর ঘোষণা শুনে ট্রাম্প বলেছেন, ‘জো বাইডেনের চেয়ে কমলা হ্যারিসকে হারানো অনেক বেশি সহজ হবে।' বাইডেনের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে মনে করা হচ্ছে আমেরিকা প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী প্রেসিডেন্ট পেতে পারে। কারণ আপাপাত আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদে থাকা কমলা হ্যারিসই বাইডেনের জায়গায় প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটদের পদপ্রার্থী হিসেবে সবচেয়ে যোগ্য। কমলার নাম সুপারিশ করেছেন বাইডেনও। তবে একথা নিশ্চিত যে বাইডেনের সরে যাওয়ায় ট্রাম্প ফের একবার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে বিভোর হয়েছেন। রবিবার জো বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করার পরই ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রেসিডেন্ট পদে বসার জন্য বা দেশের কাজ করার জন্য মোটেও বাইডেন ফিট ছিলেন না। তবে এতদিন ধরে প্রেসিডেন্ট পদে বাইডেন থাকার কারণে আমরা বেশ ভুগব। মন্দের ভালো এটাই যে, উনি যা যা ক্ষতি করেছেন তা আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারব।’