Sat, June 29, 2024

ই-পেপার দেখুন
logo

প্রয়াত লিটল ম্যাগাজিন'স রাইটার্স ইন নিড-এর সদস্য, কবি বিশাল ভদ্র


Puber Kalom   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ০৩:৪৬ এএম

প্রয়াত লিটল ম্যাগাজিন'স রাইটার্স ইন নিড-এর সদস্য, কবি বিশাল ভদ্র

 

পুবের কলম, ওয়েবডেস্ক: লিটল ম্যাগাজিন'স রাইটার্স ইন নিড-এর আজীবন সদস্য কবি বিশাল ভদ্র আর আমাদের মধ্যে নেই। তিনি দীর্ঘদিন একাকী থাকতেন, অসুস্থ অবস্থায় তাঁর ক্ষুদ্র আবাসনে কবে, কোন সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাই সঠিকভাবে জানা সম্ভব হয়নি।

প্রতিবেশীদের আশঙ্কায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেম করিয়ে মর্গে পাঠিয়েছেন। এখনও কোনও আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না-হওয়ায় এবং পুলিশের আইনানুগ নিরুপায়তায় সৎকারহীন অবস্থায় সাত দশকের বিশিষ্ট কবি ও সম্পাদকের এই মর্মান্তিক দশায় কবি, লেখক, বন্ধু ও সহমর্মিরা চেষ্টা করছেন কোনও আত্মীয়ের সন্ধান করতে।