Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বিরোধীদের বিরুদ্ধে কন্ঠরোধের অভিযোগ মোদির


আবুল খায়ের   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৫ পিএম

বিরোধীদের বিরুদ্ধে কন্ঠরোধের অভিযোগ মোদির

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বাজেট অধিবেশনের আগে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিবেশনে যোগ দিতে এ দিন সকালে পার্লামেন্ট চত্ত্বরে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কন্ঠরোধ করার অভিযোগ তোলেন।

এ দিনের সাংবাদিক সম্মেলনে মোদি বলেন, 'সংসদের প্রথম অধিবেশনে, দেশের ১৪০ কোটি জনগণের দ্বারা নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সরকারের কন্ঠরুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল।' আড়াই ঘন্টা ধরে তাঁকে দমিয়ে রাখার এই চেষ্টায় তিনি হতবাক।পাশপাশি তিনি বিরোধীদের উদ্দেশ্য করে বলেন, দেশের জনগণ তাঁদের পার্লামেন্ট পাঠিয়েছেন দেশের জন্য, কোনও দলের জন্য নয়। এই সংসদ দেশের জন্য কাজ করবে কোনও রাজনৈতিক দলের জন্য নয়।



একইসঙ্গে এ দিন প্রধানমন্ত্রী তাঁর কার্যকালের সাফল্য তুলে ধরে বলেন, দেশের প্রতিটি নাগরিকের কাছে এটি গর্বের বিষয় যে ভারত বৃহৎ অর্থনৈতিক দেশগুলির মধ্যে একটি হয়ে উঠেছে।
গত তিন বছরে দেশের অর্থিক বৃদ্ধি হয়েছে ৮ শতাংশ। ২০৪৭ সালে নতুন আঙ্গিকে ধরা দেবে ভারত। যে গ্যারান্টির স্লোগান দিয়ে লোকসভা নির্বাচনে ভোটে জিতে এসেছেন এ দিন মোদি দাবি করেন এই বাজেটের লক্ষ্য তার বাস্তবায়ন। এই বাজেট আগামী পাঁচ বছরের দিশা দেখাবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাজেট অধিবেশনের আগে নিট কেলেঙ্কারি-সহ একাধিক ইস্যুতে লোকসভায় বিরোধীরা সরব হবে বলে আগে থেকেই রাজনৈতিক পূর্বাভাস ছিল। বিগত সপ্তদশ লোকসভায় বিরোধীদের গুরুত্ব না দিলেও অষ্টাদশ লোকসভায় ঐক্যবদ্ধ বিরোধীশক্তি যে জোট নির্ভর এনডিএ সরকারের মাথাব্যথার কারণ হয়ে উঠছে- তা মোদির মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।