Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কোটা নিয়ে সুপ্রিমকোর্টের রায়কে রায়কে স্বাগত জানাল বাংলাদেশ সরকার


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৮ এএম

কোটা নিয়ে সুপ্রিমকোর্টের রায়কে রায়কে স্বাগত জানাল বাংলাদেশ সরকার

ঢাকা, ২১ জুলাই: কোটা নিয়ে সুপ্রিমকোর্টের রায়কে রায়কে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুর হক। সুপ্রিম কোর্টের রায় দানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী বলেন, 'এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করছি আপিল বিভাগের এই রায় অত্যন্ত বিচক্ষণ একটি রায়।' পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী খুব শীঘ্রই এই নিয়ে প্রজ্ঞাপন (বিজ্ঞপ্তি) জারি করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবারের মধ্যে তা জারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, জানান বাংলাদেশের আইনমন্ত্রী।

রবিবার সংরক্ষণ ব্যবস্থা নিয়ে বড় রায় দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট। মুক্তিযোদ্ধা কোটার হার কমিয়ে দেওয়া হয়েছে। পাশপাশি পড়ুয়াদের ক্লাসে ফিরে যেতে আবেদন জানানো হয়েছে। এ দিন কোটা নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়েছে বাংলাদেশের শীর্ষ আদালত। রবিবার প্রায় তিনঘণ্টা ধরে শুনানি চলে। তারপরই রায় দেয় শীর্ষ আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এ দিন সরকারের লিভ টু আপিলের শুনানি হয়। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর দুপুর দেড়টায় রায় দেওয়া হয়। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে ব্যাপক সংঘর্ষ চলেছে।