Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

দেশ বাঁচানোর লড়াইয়ে সকলকে মমতার পাশে থাকার বার্তা ফিরহাদ হাকিমের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫০ এএম

দেশ বাঁচানোর লড়াইয়ে সকলকে মমতার পাশে থাকার বার্তা ফিরহাদ হাকিমের

 

আবদুল ওদুদ: দেশ বাঁচানোর লড়াইয়ে দলনেত্রীর পাশে থাকার বার্তা  কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। রবিবার ধর্মতলার একুশের শহিদ  মঞ্চ থেকে এই বার্তায় দিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, মানুষের সেবা করার জন্যেই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে ।মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক যুগ ধরে সেই কাজটি করে চলেছেন। আগামীতেও দেশের জন্যও তিনি কাজ করতে চান তাই দেশ বাঁচাতে দলনেত্রীর পাশে সকলকে থাকার আবেদন জানান।

এদিন ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে হত্যার চক্রান্ত হয়েছিল সে বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন ২৬ দিন অনশন করে মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। হাজরা মোড়ে তাকে  বামেদের মহিলা বাহিনী মেয়েরা মাথা ফাটিয়ে দিয়েছিলো। এরপরও একবার তাঁর ওপর আরো একবার গুলি চালানো হয়েছিল সেই সময় সামনে একজন চলে আসাই মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে গিয়েছিলেন। নন্দীগ্রাম আন্দোলনের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় কে মেরে ফেলা পরিকল্পনা হয়েছিল, আল্লাহ ঈশ্বর তাঁকে বাঁচিয়েছেন ।

আর তিনি বেঁচে আছেন বলেই মানুষের ত্রাতা হিসাবে হাজির হয়েছেন। তিনি বলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমি নিজে বিড়লা প্লানেটেরিয়ামের কাছে যে রাজ্য সরকার একটি শহিদ মঞ্চ তৈরি করেছে সেটিতে শ্রদ্ধা জানিয়ে এসেছি । তিনি বলেন ‘শহিদদের রক্ত হয়নি কো ব্যর্থ ‘মেয়র বলেন লড়াই শেষ হয়ে যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই জারি থাকবে। তিনি বলেন এই লড়াই দেশ বাঁচানোর লড়াই, এ লড়াই দেশের মানুষকে বাঁচানোর লড়াই ,এই লড়াই সম্প্রীতি রক্ষার লড়াই। তিনি বলেন ,‘মমতা তুমি লড়াই কে যাও, আমরা তোমার পাশে আছি।’

 ফিরহাদ হাকিম বলেন,এই বাংলা বারবার দেশকে পথ দেখিয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারো দেশকে পথ দেখাবে। তিনি আগত সকলকে বলেন দলনেত্রীর নির্দেশ মেনে চলুন, তার নেতৃত্বে আন্দোলন করুন, আবার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করুন, আপনার এগিয়ে এলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশ রক্ষার লড়াই  সম্পন্ন হবে।