Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

একুশের মঞ্চ থেকে বাংলাদেশের অশান্তি নিয়ে মানবিক বার্তা তৃণমূল সুপ্রিমোর


আবুল খায়ের   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:১৭ এএম

একুশের মঞ্চ থেকে বাংলাদেশের অশান্তি নিয়ে মানবিক বার্তা তৃণমূল সুপ্রিমোর

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ একুশের সভা মঞ্চ থেকে পড়শি বাংলাদেশের অশান্ত পরিবেশ নিয়ে মানবিকতার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারও ধর্মতলায় শহিদ মঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে কোনও মন্তব্য করব নাবললেও অসহায়দের জায়গা দেওয়ার কথা বলেছেন তৃণমূল নেত্রী।

বাংলাদেশের পরিস্থিতির প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আমি কোনও কথা বলতে পারি না। কারণ ওটা একটা আলাদা দেশ। বাংলাদেশ নিয়ে যা বলার সেটা কেন্দ্রীয় সরকার বলবে। আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাঁদের আশ্রয় নিশ্চয় দেব। কারণ, এটা ইউনাইটেড নেশনের একটা রেজেলিউশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায় তাঁকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে। অসমে একটা গন্ডগোল হয়েছিল বোরোদের সাথে। আলিপুরদুয়ারে তাঁরা দীর্ঘদিন ছিলেন। আমিও গিয়েছিলাম তাঁদের সঙ্গে দেখা করতে।

বাংলাদেশের গন্ডগোলের জেরে নিহত হয়েছে দেড় শতাধিক মানুষ।  প্রাণ গিয়েছে ছাত্রদের। বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে কলকাতাতেও বিক্ষোভ মিছিল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কিন্তু আমার আপনাদের কাছে আবেদন, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও প্ররোচনাতে না যায়। আমরা যেন কোনও উত্তেজনাতে না যায়। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ সে যারই রক্ত ঝড়ুক তাঁদের জন্য আছে। আমরা দুঃখী। আমরাও খবর রাখছি। ছাত্র-ছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে।

বংলাদেশে যদি এখানকার কারও আত্মীয় পরিজন আটকে থাকেন তাঁদের পাশে রাজ্য সরকার থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশে যদি আপনাদের কোনও পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান। কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন। যদি কোনও সহযোগিতার দরকার হয়। সহযোগিতা করা হবে।