Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ইন্ডিপেনডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেমিনার দেশের সংবিধানকে বিপন্ন করার প্রচেষ্টা সাধারণ মানুষ বানচাল করেছে: ইমরান


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৬ এএম

ইন্ডিপেনডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেমিনার   দেশের সংবিধানকে বিপন্ন করার প্রচেষ্টা সাধারণ মানুষ বানচাল করেছে: ইমরান
প্রেস ক্লাবে ইন্ডিপেনডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 'ভারতের সংবিধান কি আজ বিপন্ন? শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখছেন আহমদ হাসান ইমরান। রয়েছেন প্রসূন আচার্য, শ্যামলেন্দু মিত্র, সীতারাম আগরওয়াল, আরিফুল ইসলাম, সাজাহান সিরাজ। (খালিদুর রহিম)

 

 

 

 

 

 

 

 

 

 

পুবের কলম প্রতিবেদকn শনিবার ইন্ডিপেনডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল 'ভারতের সংবিধান' সম্পর্কিত এক আলোচনাসভা। কলকাতা প্রেস ক্লাবে সেমিনারে উপস্থিত বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও 'পুবের কলম'-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, ইন্ডিপেনডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামলেন্দু মিত্র সহ-সভাপতি প্রসূন আচার্য সম্পাদক সাজাহান সিরাজ, আরিফুল ইসলাম। এ ছাড়া ছিলেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি' রজনী মুখার্জি, অমিতাভ চক্রবর্তী, রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবের গভর্নর ডা. কৃষ্ণেন্দু গুপ্ত প্রমুখ।

 

এ দিনের অলোচনাচক্রে ভারতের গণতন্ত্র ও সংবিধান সম্পর্কে আহমদ হাসান ইমরান বলেন, ভারত গণতান্ত্রিক দেশ। এই দেশের গণতন্ত্র এখন বিপন্ন। দেশের সংবিধান বাস্তবে আক্রান্ত হচ্ছে, বর্তমান কাঁওড় যাত্রাই তার প্রমাণ। অবশ্য দেশের সংবিধানকে বিপন্ন করার প্রচেষ্টা সাধারণ মানুষ বানচাল করেছে। সাধারণ মানুষ গণতন্ত্র রক্ষা করার কাজে এগিয়ে এসেছেন।

 

তিনি বলেন, উত্তরপ্রদেশ ও দিল্লিতে ধর্মীয় কাঁওড় যাত্রা হচ্ছে। সেখান দোকানে সাইনবোর্ডে দোকানদারের নাম লিখতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হিন্দু না মুসলিম বোঝা যায়। এটা অন্যায়। কারণ, ভারতের সব মানুষ সমান।

সাংবাদিক প্রসূন আচার্য এ দেশে বৈচিত্র্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতে মুসলিম প্রতিষ্ঠান বা দোকানে হিন্দুরা কাজ করেন। আবার হিন্দু প্রতিষ্ঠানে মুসলিমরা কাজ করেন। এই বৈচিত্র্যকে ভাঙতে সুকৌশলভাবে কাঁওড় যাত্রা করা হচ্ছে। এতে সংবিধানকে অমান্য করা হচ্ছে। কে কী খাবেন কে কোথায় খাবেন তা নিয়ে প্রচার করা হচ্ছে।

 

তিনি বলেন, ভারতের সংবিধান এখন বিপন্ন। তাই সংবিধান বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে। উপস্থিত বিশিষ্টরা ইউটিউব এবং বিভিন্ন ছোট সংবাদমাধ্যমের ভূমিকার উল্লেখ করেন।

 

এ দিনের সভায় রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবের বিভিন্ন কাজগুলি উল্লেখ করেন উপস্থিত কর্মকর্তারা।

 

আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি বলেন, আমাদের দেশের সংবিধান শক্তিশালী। তার উপর আস্থা রাখতে হবে। পাশাপাশি  নিরপেক্ষ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। নিরপেক্ষ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

ইন্ডিপেনডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দাবি, জেলার পাক্ষিক ও সাপ্তাহিক পত্র-পত্রিকাগুলিকে একটি করে অ্যাক্রিডিটেশন কার্ডের অনুমোদন দিতে হবে। সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থার জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করা হোক। জেলার অনুমোদিত পত্রপত্রিকায় নিয়মিত বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি পুরনো আমলের বিজ্ঞাপন 'রেট' পরিবর্তন করা হোক।

 

সোশ্যাল মিডিয়াকে প্রশিক্ষণ ও সরকারি স্বীকৃতি প্রদান করা হোক। পাশাপাশি কর্মরত সাংবাদিকদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হোক। জেলায় বসবাসকারী সাংবাদিকদের সরকারি আবাসন প্রকল্পে ঘর দেওয়া হোক। একইসঙ্গে আবাসন প্রকল্পে জেলা সদরের কাছে কো-অপারেটিভের মাধ্যমে জমি দেওয়ার ব্যবস্থা করা হোক।

এ দিন প্রবীণ সাংবাদিকদের মাসিক পেনশন বৃদ্ধিরও দাবি জানানো হয়। এই দাবিগুলি রাজ্য সরকারকে গুরুত্ব সহকারে দেখার আর্জি জানান উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ।