Thu, September 19, 2024

ই-পেপার দেখুন
logo

কেরলের মাথাচাড়া দিচ্ছে নিপা, ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০০ এএম

কেরলের মাথাচাড়া দিচ্ছে নিপা, ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু

তিরুবনন্তপুরম, ২১ জুলাই: নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের। কেরলের মালাপ্পুরমের ১৪ বছরের এক কিশোর নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তারপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। তিনি জানান, ওই কিশোর ভেন্টিলেটরে ছিল। আজ সকালে প্রস্রাবের আউটপুট কমে গিয়েছিল। রবিবার সকাল ১০.৫০ মিনিটে পান্ডিক্কড়ের কিশোর একটি বিশাল কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছিল। তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন চিকিৎসকরা। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, "আন্তর্জাতিক প্রটোকল মেনেই শেষকৃত্য সম্পূর্ণ করা হবে।"

এদিকে চোখ রাঙাচ্ছে চাঁদিপুরা ভাইরাস। চাঁদিপুরা সংক্রমণে ক্রমশ বাড়ছে উদ্বেগ। ভাইরাসের কবলে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। গুজরাটে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রামিত হয়েছে আরও ৫০ জন। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল জানিয়েছেন, 'গোটা রাজ্যে চাঁদিপুরা ভাইরাসে ১৬ জনের মৃত্যু হয়েছে। শিশুদের মধ্যে এই ভাইরাসের উপসর্গ সবচেয়ে বেশি লক্ষ করা গেছে। যার জন্য আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে। হিম্মতপুরে ১৪ জন চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত। যাদের মধ্যে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজ্যের ১৫টি জেলায় এই ভাইরাসে সংক্রমিত ৫০ জন।'

এই ভাইরাসের আক্রান্তদের জ্বর, এনসেফালাইটিস, খিঁচুনি, ডায়রিয়া, মাথাব্যথা, বমির মতো উপসর্গ দেখা যায়। গুজরাটে আক্রান্ত শিশুদের মধ্যে ডায়রিয়া এবং এনসেফালাইটিসের উপসর্গ দেখা গেছে। ইতিমধ্যেই সাতজনের নমুনা সংগ্রহ করে পুনের ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। সংক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।