Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

Breaking: ২১ শে জুলাই--- মঞ্চে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৪ এএম

Breaking:   ২১ শে জুলাই--- মঞ্চে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়
মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ( ছবি-খালিদুর রহিম)

পুবের কলম, ওয়েবডেস্ক:    ২১ শে জুলাই--- মঞ্চে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

১) বাংলার আসার জন্য অখিলেশকে ধন্যবাদ। 

২)  ২১ শে জুলাই সর্ব ধর্ম সম্মেলন 

৩) উত্তরবঙ্গে রেজাল্ট খারাপ হয়েছে, আগামী দিনে আমি আশা রাখি উত্তরবঙ্গে মানুষ আমার পাশে থাকবে, আমি আশা রাখি মালদার আম- আমসত্ত্ব ২০২৬ -এ আমরা পাব

৪)  কোচবিহার, রানাঘাট,  গাইঘাটার মানুষকে ধন্যবাদ, আমাদের নির্বাচনের আমরা জিতিয়েছেন

৫) আমরা যত জিতব, তত দায়িত্ববান হতে হবে,মা -বোনেদের আরও বেশি করে সম্মান দেবেন

৬) দিল্লিতে ভয় দেখিয়ে সরকার তৈরি হয়েছে

৭) এত  এজেন্সির ভয় দেখানো সত্ত্বেও লোকসভা, বিধানসভা ভোটে আমরা জিতেছি'

৮)  বিজেপি কোনোদিন মানুষের জন্য কিছু করেনি

৯) সিপিএম-কংগ্রস-বিজেপির সঙ্গে লড়াই করে আমরা জিতেছি

১০) আমরা যত জিতব, তত আমাদের নম্র হতে হবে

১১) তৃণমূলের শাসনে ৪০ শতাংশ দারিদ্র কমেছে বাংলায় 

১২) আমরা বিত্তবান চাই না, বিবেকবান চাই 

১৩) আমরা লোভী হতে চাই না, মানুষের বন্ধু হতে চাই 

১৪) দিল্লি সরকারে আয়ু বেশিদিন আর নেই, এজেন্সি-ধমকানি-চমকানি- কমিশনের একতরফা আচরণ, তাও আমরা জিতেছি 

১৫) অন্যায় করলে আমরা তৃণমূলকেও ছাড়ি না, অন্যায় করলে ব্যবস্থা নেব- এখন থেকে আর যেন কোনও অভিযোগ না আসে। নির্বাচিত হয়ে, কাজ না করলে সম্পর্ক থাকবে না 

১৬)  অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না

১৭) আন্দোলনে না পেলে পিএলআই নিয়োগে বাধা

১৮) স্বৈরচার- অনাচারের পথ ভেঙে দাও

১৯ ) ২১ শে জুলাই একটা দিন নয়, ২১ শে জুলাই মানে ৩৬৫ দিন 

২০)বাংলা দেশের অস্তিত্ব রক্ষা করবে

২১)  আমরা কাছে ১০ লক্ষ চাকরি তৈরি আছে, আদালতে আমাদের লড়াই চলবে

২২) কারো চাকরি যাবে না, সুপ্রিম কোর্টে লড়াই চলবে

২৩) এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না

২৪) আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু দুর্নীতির সঙ্গে আপোষ নয় 

২৫) ২ কোটির বেশি মানুষকে ওবিসি সার্টিফিকেট দিয়েছি

২৬)  দুর্নীতি, সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষ নয়, দেখবেন কেউ যেন লোভী বানাতে না পারে এটাই শপথ হোক

২৭) আমরা লোভী হতে চাই না, বন্ধু হতে চাই  

২৮) লড়াই করতে  হলে পরিশ্রম করতে হবে, হাঁটতে হবে, শরীরটাকে নাড়াতে হবে, যত হাঁটবেন তত মাথা কাজ করবে 

২৯) বাংলাদেশে নিয়ে কোনও প্ররোচনা নয়।  বাংলাদেশ নিয়ে আমি কোনও কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। আপনাদেরও বলছি বাংলাদেশ নিয়ে কোনও প্ররোচনায় কান দেবেন না। কিন্তু অসহায় মানুষ বাংলার দরজার খটখট করলে তাকে আশ্রয় দেবো। 

৩০) আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরব না  

৩১) আমি যতদিন বাঁচব, ততদিন লড়ব 

৩২)  পুরনো কোনও সাথী অভিমান করে বসে থাকলে ডেকে আনুন,   তৃণমূলে কেউ নেতা  নয়, সবাই কর্মী

৩৩) আগামী দিন বিজেপির যাওয়ার পালা, আমাদের আসার পালা 

৩৪) আমরা মানুষের পাহারাদার

৩৫) খেলা হবে, লড়াই হবে